ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে কাসাতকিনা-সিতলিনা

প্রকাশিত: ০৬:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ফাইনালে কাসাতকিনা-সিতলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ পারলেন না গারবিন মুগুরুজা এবং এ্যাঞ্জেলিক কারবার। তাদের হারিয়ে দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা এবাং ইউক্রেনের এলিনা সিতলিনা। দুর্দান্ত খেলেই সেমিফাইনালের বাধা অতিক্রম করেন তারা। দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার মুখোমুখি হয়েছিলেন দারিয়া কাসাতকিনা। প্রথম সেট জিতে দুর্দান্ত শুরু করেছিলেন দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী গারবিন মুগুরুজা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান রুশ তারকা। শেষ পর্যন্ত ৩-৬, ৭-৬ (১৩/১১) এবং ৬-১ গেমে মুগুরুজাকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন দারিয়া কাসাতকিনা। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে সৌরভ ছড়াচ্ছেন মুগুরুজা। গত দুই বছরে দুটি গ্র্যান্ডস্লাম জিতে নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন তিনি। দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল জিতলেই নতুন এক ইতিহাসের হাতছানি ছিল তার। পঞ্চম খেলোয়াড় হিসেবে দোহা এবং দুবাইয়ে টানা ফাইনাল খেলার রেকর্ড গড়বেন তিনি। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন কাসাতকিনা। মুগুরুজার মতো খেলোয়াড়কে পরাজিত করে দারুণ রোমাঞ্চিত ২০ বছরের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এ বিষয়ে ম্যাচ শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘গারবিন মুগুরুজা অবিশ্বাস্য খেলছিল। তাই তার বিপক্ষে প্রতিটি বলের জন্যই যুদ্ধ করার চেষ্টা করেছি আমি। প্রতিপক্ষ হিসেবে সে খুব কঠিন খেলোয়াড়। খুব দ্রুত খেলে সে, বলে তার আঘাতও অনেক বেশি শক্তিশালী। তার বিপক্ষে ম্যাচে আমার সাধ্যের ভেতরে যা আছে তার সবটা দিয়েই খেলার চেষ্টা করেছি। তবে ম্যাচের আগে আমি কিছুটা ক্লান্ত ছিলাম। তারপরও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৪ নাম্বারে থাকা কাসাতকিনার বিপক্ষে হেরে গেলেও নিজের খেলায় সন্তুষ্ট মুগুরুজা। যদিওবা টানা ম্যাচ খেলার কারণে ক্লান্ত ছিলেন তিনিও। এ বিষয়ে স্পেনের এই প্রতিনিধি বলেন, ‘আমার খেলা খুব ভাল হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে টানা ম্যাচ খেলার মধ্যে থাকায় আমি কিছুটা ক্লান্ত ছিলাম।’ এদিকে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিনা সিতলিনা। শুক্রবার জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালের টিকেট কাটেন তিনি। সেমিফাইনালে এদিন তিনি ৬-৩ এবং ৬-৩ গেমে খুব সহজেই পরাজিত করেন স্টেফিগ্রাফের উত্তরসূরিকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিতলিনার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুযোগ। তার আগে এই কীর্তি গড়া দুই খেলোয়াড় হলেন জাস্টিন হেনিন এবং ভেনাস উইলিয়ামস। পারবেন কী ইউক্রেনের এই টেনিস তারকা? তবে শীর্ষ বাছাই ফাইনালের টিকেট কেটেই সন্তুষ্ট। এ বিষয়ে সেমিফাইনাল জয়ের পরই তিনি বলেন, ‘আবারও ফাইনালে জায়গা করে নিয়েই আমি খুব খুশি। তবে যুদ্ধটা মোটেও সহজ ছিল না। গুরুত্বপূর্ণ সময়ে আমি খুব ভাল খেলেছি। আমার মাথায় নিজের সেরাটা ঢেলে দেয়া ছাড়া ভিন্ন কিছুই কাজ করছিল না।’ ফাইনালটাও বেশ রোমাঞ্চকর হবে বলে মনে করেন এলিনা সিতলিনা। তিনি বলেন, ‘ভাল একটা ফাইনাল হবে বলেই মনে করি আমি। দারিয়া কাসাতকিনা খুব ভাল টেনিস খেলছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে সে।’ এদিকে গত মৌসুমের পর এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিলেন এ্যাঞ্জেলিক কারবার। শুধু তাই নয়, ইউক্রেনের সিতলিনার কাছে এটা তার টানা পঞ্চম পরাজয়। হারের পর দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী কারবার বলেন, ‘দিনটা আমার ছিল না। ছন্দ ফিরে পাওয়ার জন্য সব চেষ্টাই করেছি কিন্তু সার্ভ করতে গিয়ে মোটেও সফল হচ্ছিলাম না।’
×