ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেঁটে ১৫০ কিমি পাড়ি

প্রকাশিত: ০৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

হেঁটে ১৫০ কিমি পাড়ি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রিফাত আফসানা পাখি, আলমগীর হোসেন, রহিমা আক্তার ও মাহমুদ ইসলাম আকাশ। এর মধ্যে দুজন রোভার ও দুজন গার্ল ইন রোভার। প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের জন্য পরিভ্রমণ ব্যাজ নিতে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর, দুর্নীতি বন্ধ করি, উন্নত দেশ গড়ি ও নিয়ম মেনে চালাই গাড়ি, দুর্ঘটনা রোধ করি এই স্লোগানে পদব্রজে যাত্রা করেছেন তারা। রংপুর থেকে পঞ্চগড় মহারাজার দিঘী রুটে মোট ১৫০ কিলোমিটার সড়ক পথে এ অভিযান শুরু করেছে। যাত্রাপথে তারা নীলফামারী জেলা, দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো ও মহারাজার দীঘি এলাকায় রাত যাপন করবে। শনিবার ওই দলটি সৈয়দপুরে আসে। দলের সব ভ্রমণকারী অধ্যয়নরত ছাত্র-ছাত্রী। বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকার শাঁখারী বাজার থেকে আটক বিরল প্রজাতির কচ্ছপ শনিবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার রাতে ৩৫টি কচ্ছপ অবমুক্ত করা হয়। ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একটি চক্র নরসিংদী থেকে কচ্ছপগুলো ধরে এনে রাজধানীর শাঁখারী বাজারে নিয়ে অবৈধভাবে মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ ও প্রায় এক মণ ওজনের কচ্ছপের মাংস উদ্ধার করা হয়।
×