ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু ও শিশুসহ হত ১৭

প্রকাশিত: ০৫:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু ও শিশুসহ হত ১৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতি ও শুক্রবার বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে ৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। নাটোরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু, ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজন, ফেনীতে ট্রাক ও পিকাপের সংঘর্ষে ২ জন, মাদারীপুরে ২ জন, গাজীপুরে ২ জন, ফরিদপুরে ট্রাকচাপায় মোটর শ্রমিক ও ঝালকাঠিতে ১ জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ সদরের চর হোসেনপুর নামকস্থানে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে সাইকেল আরোহীসহ চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল জানান, নিহতরা হচ্ছে সাইকেল আরোহী রতন(২৩), বাসের যাত্রী হাসনা বেগম (৭৫), রোজিনা খাতুন (৪০) ও হাদিস উদ্দিন (৫০)। নাটোর ॥ গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল-মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গুরুদাসপুর উপজেলার মশিন্দা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে বায়োজিদ(১৬), জোগিন্দর গ্রামের মালেকের ছেলে হাকিম (১৩)এবং একই গ্রামের ইয়াকুবের ছেলে রাকিবুল (১৮)। ভোলা ॥ ভোলা-চরফ্যাসন আন্তঃজেলা মহাসড়কে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অপরজন মোটরসাইকেল আরোহী। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন সড়কের মনিবার বাজার এলাকায় এ্যাম্বুলেন্সের চাপায় সানজিদা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী ॥ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া এলাকায় ট্রাক ও পিকাপের সংঘর্ষে ২ জন মরা গেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক একই দিকের একটি পিকআপকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের চালক ও এক শ্রমিক আহত হয়। মাদারীপুর ॥ শুক্রবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আচমত আলী খান সেতুর টোলঘরের সামনে ট্রাকের চাপায় ২ ইটভাঁটি শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে শুক্রবার দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শুক্রবার দুপুরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। ফরিদপুর ॥ জেলার মধুখালীতে ট্রাকের চাপায় নিহত হয়েছেন মোটর শ্রমিক লাভলু ম-ল (৩৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি ॥ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নছিমনের হেলপার নাইম হাওলাদার (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি-মানপাশা-বিনয়কাঠী সড়কের আগরবাড়ী নাম স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে গেলে নাইম চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
×