ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন বছর পর ওভারটন

প্রকাশিত: ০৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

তিন বছর পর ওভারটন

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর পর ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার ক্রেইগ ওভারটন। নিউজিল্যান্ড সফরে আসন্ন ওয়ানডে সিরিজের ইংলিশ দল থেকে ছিটকে গেছেন লিয়াম প্লাঙ্কেট। হ্যামস্ট্রিং ইনজুরিতে নিউজিল্যান্ডের মাঠে নামতে পারছেন না ডানহাতি এই পেসার। তার বদলেই দলে ফের ডাক পেলেন তরুণ ওভারটন। রঙিন পোশাকে নামার আগেই অবশ্য ওভারটন নেমেছিলেন সাদা জার্সিতে। গেল এ্যাশেজেই টেস্ট অভিষেক হয়ে যায় ডানহাতি ওভারটনের। অবশ্য পার্থ টেস্টে পাঁজরের চোটে ছিটকে গিয়েছিলেন এ্যাশেজের দল থেকেও। এবার প্ল্যাঙ্কেটের চোটের বদৌলতেই ফিরলেন পাঁচ ম্যাচের ওয়ানডে দলে। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ডাক পেয়েছিলেন ক্রেইগ ওভারটন। সেবার তার সঙ্গী ছিলেন যমজ ভাই জ্যামি ওভারটনও। কিন্তু কিউইদের বিপক্ষে সেবার আর মাঠে নামা হয়নি কোন ওভারটনেরই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই হয়তো বা ঘুচবে ওভারটনের সেই আক্ষেপ। এছাড়া ইংলিশদের জন্য ভাল খবর, এই সিরিজে তারা দলে পাচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস ও নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানকেও। রবিবার হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর দু’দল দুটি টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজে ইংলিশ দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জশ বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, লিয়াম ডওসন, এ্যালেক্স হেলস, বেন স্টোকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, স্যাম কুরান ও জ্যাক বল।
×