ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ২২ ফেব্রুয়ারি ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে নবগঠিত প্রেসক্লাব শাহজাদপুরের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি পেশ করা হয়েছে। প্রেসক্লাব শাহজাদপুরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে একটি মানববন্ধন ও একটি র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে আবার শেষ হয়। পরে প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মওলা আজম, সাংবাদিক রাসেল সরকার, নিজাম উদ্দিন, শাহজাদপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি লুৎফর রহমান প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার কাছে হস্তান্তর করেন। গণপিটুনিতে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মনোহরদীতে ডাকাতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে সিদ্দিক মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বীর আহম্মদপুর এলাকার কলার বাজারের পাশে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক মিয়া উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সোনা মিয়ার ছেলে। নিহত সিদ্দিক মিয়া ডাকাতির মামলায় ১৭ বছরের দ-প্রাপ্ত আসামি। কিছুদিন যাবত প্রতিদিন ঢাকা মঠেখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে আসছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার রাতে সড়কের বীর আহম্মদপুর এলাকায় ডাকাতিকালে রাস্তায় চলাচলকারী এক লোক বিষয়টি দেখলে সে গ্রামের লোকজনকে জানায়। পরবর্তীতে লোকজন একসঙ্গে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। জনসাধারণের ধাওয়ায় অন্যরা পালাতে পারলেও রোষানলে পড়ে সিদ্দিক মিয়া। জনসাধারণের গণপিটুনিতে সেখানেই তার মৃত্যু হয়।
×