ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮

পঞ্চগড়ে কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জে আল রাফিউর রাফি (১৯) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পরিবার বলছে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর ময়নামতির চরে ঘুরতে গিয়ে ওই কলেজছাত্রের মৃত্যু হয়। রাফি দেবীগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া এলাকার মোমিনুল হক প্রধান মিরুর ছেলে। সে সৈয়দপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ১ম বর্ষে পড়ত। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার দুই বন্ধুকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আটককৃতরা হলো পাটোয়ারীপাড়া এলাকার কামাল বেপারীর ছেলে ইব্রাহীম হোসেন রনি (১৯) ও মুন্সিপাড়া এলাকার শাহাবুদ্দিন খান মন্টুর ছেলে শরিফ খান পুলক ওরফে আরাফাত (১৯)। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ইব্রাহীম হোসেন রনি ও শরিফ খান পুলক নামে দুই বন্ধুর সঙ্গে করতোয়া নদীর ময়নামতির চর এলাকায় ঘুরতে যায় রাফি। নৌকা করে নদী পার হয়ে ওপারে যায় তিন বন্ধু। ফেরার সময় কোন নৌকা না থাকায় হেঁটে হেঁটে পার হচ্ছিল তিনজন। হঠাৎ গভীর পানিতে তলিয়ে রায় রাফি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনাকে সাজানো দাবি করে রাফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে রাফির পরিবার। পাবনায় যুবককে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সদর উপজেলার পয়দা গ্রামে আব্দুল আলিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে রাতে তাকে হত্যা করা হয়। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আলিম ওই গ্রামের আবু বক্কারের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে এলাকাবাসী পয়দা মাঠে আলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
×