ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইউবিতে ভাষা দিবসের আলোচনা

প্রকাশিত: ০৪:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

এইউবিতে ভাষা দিবসের আলোচনা

২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাসব্যাপী কর্মসূচী পালন করছে। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে ‘উচ্চ শিক্ষায় মাতৃভাষা’ শীর্ষক এক আলোচনা সভা রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন-এইউবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.এনামুল হক খান।-বিজ্ঞপ্তি বিইউপি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ্যাওয়ার্ড অর্জন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজনেস অনুষদের ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের চার শিক্ষার্থী মাওশিকুর রহমান খান, আশফাকুল আজম, অত্রি চন্দ এবং আইনান তাজরিয়ান গত শুক্রবার ভারতের মনিপালে অনুষ্ঠিত দ্য সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুসন, স্কুল অব ম্যানেজমেন্ট, মনিপাল একাডেমি অব হায়ার এডুকেশন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সম্মেলনে বিইউপি শিক্ষার্থীরা ফ্র্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্ট অব ইউমেন ইনটার প্রেনারশিপ ইন বিউটি-কেয়ার এ্যান্ড পারলার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে এবং বেস্ট পেপার এ্যাওয়ার্ড অর্জন করেন। এখানে বিভিন্ন দেশের ৫০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিইউপির শিক্ষার্থীরা এই গৌরব অর্জন করেন।-বিজ্ঞপ্তি বাংলাদেশ ভার্সিটিতে মাতৃভাষা দিবস বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ। ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ কামরুল হাসান, আইন বিভাগের প্রধান দেওয়ান মোঃ আল আমিন, ইংরেজী বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন (ভারপ্রাপ্ত), ইইই বিভাগের প্রধান মোঃ মুহাইমিন, সোসিওলজি বিভাগের প্রধান ড. এম এম এনামুল আজিজ, সহকারী প্রক্টর সাদাত হাসান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×