ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

ব্যাংক ম্যানেজারের বাসায় ডাকাতি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ রংপুর মহানগরীর মুলাটোল এলাকায় ব্যাংক ম্যানেজার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে থানা থেকে মাত্র ৫শ’ গজ দূরে ডাকাতির ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্র জানায়, এন আর বিসি ব্যাংক ম্যানেজার সিরাজুল হকের বাসায় জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাতরা । তারা ম্যানেজারসহ পরিবারের সদস্যদের হাত পা বেঁধে সকলকে জিম্মি করে । আট ভরি সোনার গহনা ও নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বাসায় অবস্থান করে স্টিলের আলমারির ড্রয়ার ভেঙ্গে মালামাল লুট করে। বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৯ ফেব্রুয়ারি ॥ অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুত চুরির দায়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। দ-প্রাপ্তরা হলেনÑ চরকলোনী এলাকার মাহতার হোসেন মোল্লা, আমতলা পাড় এলাকার গিয়ার উদ্দীন পান্না, কালিবাড়ি এলাকার সাহিদা বেগম এবং তপন। দ-প্রাপ্তদের মধ্যে বিদ্যুত চুরির দায়ে ব্যবসায়ী মাহতাব হোসেন মোল্লাকে ৯ হাজার টাকা, কৃষি ব্যাংক কর্মকর্তা গিয়ার উদ্দীন পান্নাকে ৫ হাজার টাকা, সাহিদা বেগমকে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রত্যেকের বিদ্যুতের সংযোগ তার ও মিটার জব্দ করা হয়। আর অবৈধ সংযোগ প্রদানের দায়ে তপনকে পাঁচ শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং সুলতানা নাসরিন কান্তা এ জরিমানা করেন। ফিলিংস্টেশনকে জরিমানা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বিক্রির সময় পরিমাপে কম দেয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঠিক পরিমাপ নিশ্চিত না করা পর্যন্ত ওই স্টেশনকে বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিএসটিআই-এর ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মেসার্স উত্তরা বিজয় ফিলিং স্টেশনে গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রির সময় প্রতি লিটারে ২শ’ মিলিলিটার কম দিয়ে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে পরিচালনা করা হয়। এ সময় পরিমাপে কম দেয়ার অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ ফেব্রুয়ারি ॥ সাভারে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপর একজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার গভীর রাতে সাভারের শাহীবাগ এলাকার ডাঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই বাড়ির একটি কক্ষে সিগারেট জ¦ালানোর সময় গ্যাসলাইন লিক থাকায় ঘরে আগুন ধরে যায়। এ সময় আগুনে দগ্ধ হন বাড়ির ভাড়াটিয়া রোমানা (৩২) ও তার দেবর রতন মিয়া (৩২)। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে রোমানা এনাম মেডিক্যালে মারা যায়।
×