ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেভিতোভার টানা দুই

প্রকাশিত: ০৬:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

কেভিতোভার টানা দুই

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও শিরোপার হাসি পেত্রা কেভিতোভার মুখে। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্ট জয়ের পর এবার কাতার ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। রবিবার কাতার ওপেনের ফাইনালে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ৩-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন স্পেনের গারবিন মুগুরজাকে। সেই সঙ্গে ক্যারিয়ারের ২২তম ডব্লিউটিএ শিরোপার স্বাদ পান তিনি। ২০১৮ সালে এটা তার দ্বিতীয় শিরোপা। এর মাত্র দুই সপ্তাহ আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন তিনি। সেই টুর্নামেন্টে ক্রিস্টিনা মাদেনোভিচকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েই নতুন বছরের প্রথম শিরোপা নিজের শোকেসে তোলেন কেভিতোভা। সেই টুর্নামেন্টের শিরোপা জয়ের পর কাতার ওপেনে স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা মাখানো ছিল চেক তারকার গায়ে। শুরুটাও করেন ঠিক সেভাবেই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই কাতার ওপেনের শিরোপা নিজের শোকেসে তোলেন কেভিতোভা। তবে এই পথটা মোটেও সহজ ছিল না তার। কাতার ওপেন জয়ের পথে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা চার খেলোয়াড়কে হারিয়েছেন তিনি। যার মধ্যে ছিলেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ইউক্রেনের এলিনা সিতলিনা, জার্মানির জুলিয়া জর্জেস এবং স্পেনের গারবিন মুগুরুজার মতো তারকাও। কাতার ওপেনের শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত কেভিতোভা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ম্যাচের শেষে তিনি বলেন, ‘এই ট্রফিটা সত্যিই খুব সুন্দর। এমন একটা ফাইনাল জয়ের অনুভূতিটাও দারুণ।’ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় টানা ১৩ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন পেত্রা কেভিতোভা। যা তার ব্যক্তিগত রেকর্ড থেকে মাত্র এক ম্যাচ দূরে। কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে কেভিতোভার। প্রায় এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরে আসেন তিনি। তাতেই উচ্ছ্বসিত দুইবারের উইম্বলডন জয়ী। এ প্রসঙ্গে চেক তারকা বলেন, ‘শীর্ষ দশে ফেরার অনুভূতিটা আমার কাছে খুবই স্পেশাল। গত বছরের কিছু কিছু মুহূর্তের কথা এখন মনে পড়ছে আমার। যখন এ বিষয়ে প্রশ্ন করা হতো। সত্যি কথা বলতে সেই সময়ে এটা আমি কল্পনাও করতে পারিনি। এটা এমন একটা ব্যাপার যা সত্যিই বিস্ময়কর।’ কেভিতোভার সঙ্গে একটা বিষয়ে মিল রয়েছে গারবিন মুগুরুজার। দু’জনেরই গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যা সমান দুটি। তবে কাতার ওপেনে অবশ্য এগিয়ে ছিলেন স্পেনের মুগুরুজা। সেটা হলো সেমিফাইনাল না খেলেই ফাইনালে পৌঁছে যান তিনি। মূলত রোমানিয়ার সিমোনা হ্যালেপ কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেই টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেন। পায়ের গোড়ালির ইনজুরির কারণে খেলতে না পেরে শেষ পর্যন্ত কাতার ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন হ্যালেপ। তাই একদিন অতিরিক্ত সময় পেয়েছিলেন মুগুরুজা। কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত কেভিতোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয় উইম্বলডনের চ্যাম্পিয়নকে। তবে হারলেও র‌্যাঙ্কিংয়ে একধাপ অগ্রগতি হয়েছে মুগুরুজার। চার থেকে তিনে নেমে এসেছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের ৯ জনই অংশ নেন কাতার ওপেনে। তবে তাদের কেউই সফল হতে পারেননি এই ইভেন্টে। বরং শীর্ষ দশের বাইরে থাকা কেভিতোভাই চমকে দিলেন টেনিসপ্রেমীদের। অথচ ২০১৬ সালের নবেম্বরে ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই চেক তারকা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি। এরপর আবার টেনিস কোর্টে ফিরবেন কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে দুইবারের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভা ঠিকই ফিরেছেন স্বরূপে।
×