ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জমি ফেরত দাবিতে আদিবাসী বাঙালী সমাবেশ

প্রকাশিত: ০৬:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

গাইবান্ধায় জমি ফেরত দাবিতে আদিবাসী  বাঙালী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মে আদিবাসী সাঁওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত দিয়ে তাদের পুনর্বাসন, ২০১৬ সালের ৬ নবেম্বর আদিবাসী পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল হত্যাকা-, বসতবাড়িতে অগ্নিসংযোগ, নির্যাতনের ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তিসহ ৭ দফা দাবিতে রবিবার আদিবাসী-বাঙালীদের এক সমাবেশ মাদারপুর গির্জার সামনে অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ এ সমাবেশের আয়োজন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী ইউনিয়ন নেতা বার্নাবাস টুডু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, সমাবেশ শেষে ফিলিমন বাসকে সভাপতি ও জাফরুল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি পুনর্গঠন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ওই ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও শ্যামল, মঙ্গল ও রমেশসহ ৩ সাঁওতাল হত্যাকান্ড মামলার দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।
×