ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতে বিপর্যয়

দুই জাপা এমপি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন

প্রকাশিত: ০৫:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 দুই জাপা এমপি প্রধানমন্ত্রীর  হস্তক্ষেপ চেয়েছেন

সংসদ রিপোর্টার ॥ পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় এবং ব্যাংক ও আর্থিক খাতের বিপর্যয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির দুই সিনিয়র সংসদ সদস্য। দলটির সভাপতিম-লীর সদস্য কাজী ফিরোজ রশীদ স্টক এক্সচেঞ্জে ষড়যন্ত্র বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে দলটির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ব্যাংক ও আর্থিক খাতে বিপর্যয়ের জন্য ডিসেম্বর নয়, এখনই অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। ফ্লোর নিয়ে কাজী ফিরোজ রশীদ পুঁজিবাজারে (প্রথম পৃষ্ঠার পর)ভয়াবহ ধসে উদ্বেগ প্রকাশ করে বলেন, শেয়ার বাজারে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় ঘটে গেছে। সূচক নেমে গেছে তলানিতে। প্রতিটি শেয়ার নিম্নমুখী। কি দুর্ভাগ্য এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ দিন, যেন এভাবে শেয়ার বিক্রি করতে না পারে। এটা হলে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়ে যাবে। অন্যদিকে পয়েন্ট অব অর্ডারে জিয়াউদ্দিন আহমেদ বাবলু ফ্লোর নিয়ে বলেন, ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতির রক্তক্ষরণের কারণে জাতির রক্তক্ষরণ হচ্ছে। পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারির মাধ্যমে অর্থনীতিকে দুর্বল করা হচ্ছে। তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন ডিসেম্বরে অবসরে যাবেন। ডিসেম্বর পর্যন্ত কেন রক্তক্ষরণ কন্টিনিউ করবেন? আজকে এখনই পদত্যাগ করুন। মানুষকে বাঁচান, দেশ ও জাতিকে বাঁচান। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার কি? আপনি আজকে এখনই অবসরে চলে যান। গিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচান, আমাদের সবাইকে বাঁচান।
×