ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বর-কনে কাজী কারাগারে

প্রকাশিত: ০৪:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বর-কনে কাজী কারাগারে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিবাহ আটকিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে কনের বাবা, বর, নিকাহ রেজিস্ট্রারসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামে। গভীর রাতে গোপনে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের মনছের আলীর ছেলে গোলাপ হোসেনের (২৪) সঙ্গে ডোমার পৌরসভার ছোটরাউতা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আরিফা ইয়াসমিন অনন্যার (১৭) গোপনে বিয়ের আয়োজন করে। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে সেখানে বর গোলাপ হোসেনকে এক মাস, নিকাহ রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন ১৫ দিন, বরযাত্রী আব্দুস ছালাম ও কনের বাবা আনোয়ার হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
×