ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শতকণ্ঠে ভাষার গান

প্রকাশিত: ০৭:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁয় শতকণ্ঠে ভাষার গান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ ফেব্রুয়ারি ॥ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নওগাঁর সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’ এর আয়োজনে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত ও ভাষার গান পরিবেশিত হয়েছে। শুক্রবার রাতে নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে স্থানীয় শিল্পীরা এ গান পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, সাধারণ সম্পাদক এমএম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, নাইচ পারভিন প্রমুখ। জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ জেলায় স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে রোকনপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে প্রতাফগঞ্জ উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে, দালাল বাজার ডিগ্রী কলেজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে জনতা কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছে পৌর আইডিয়াল কলেজ। সদর উপজেলার একটি মাদ্রাসাসহ ১৮ হাইস্কুল ও ৬ কলেজসহ ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা পর্যায়ে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই নগণ্য। জেলা শহরে অবস্থিত শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
×