ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে শিক্ষক লাঞ্ছিত

বখাটে ছাত্রকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বখাটে ছাত্রকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে সিনিয়র শিক্ষককে থাপ্পড় মারার প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সাগরকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে। শনিবার এসএসসি পরীক্ষা শেষে বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন থেকে সরিয়ে দেন শিক্ষার্থীদের। এ ঘটনায় জেলা শহরের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অন্যের খাতা দেখে লিখতে নিষেধ করায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হকিকুল ইসলামকে থাপ্পড় মারে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী শামিমুর হাসান সাগর। এ ঘটনায় তাৎক্ষণিক পরবর্তী পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়। পরদিন শুক্রবার শিক্ষক হকিকুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলাও দায়ের করেন। তবে দুই দিনেও অভিযুক্ত শিক্ষার্থী গ্রেফতার না হওয়ায় এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক শূন্যের কোঠায় আনা হবে ॥ চুমকি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ ফেব্রুয়ারি ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক আদান প্রদান শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বতর্মান সরকার কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুকের সঙ্গে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। দেশের নারী ও শিশুরা আগের চেয়ে এখন অনেক বেশি নিরাপদ। সকল ক্ষেত্রে নারীরা আজ স্বাবলম্বী। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-সচিব শাহনওয়াজ দিলরুবা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান।
×