ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৩ বছরে টি২০ ক্রিকেট

প্রকাশিত: ০৭:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

১৩ বছরে টি২০ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার টি২০ ক্রিকেটের ১৩ বছর পূর্তির দিন। নিছক বিনোদনের জন্য ২০০৫ সালের এই দিনে অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে প্রথম ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একযুগ পেরিয়ে সেটি আর কেবল বিনোদনে সীমাবদ্ধ নেই বরং বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি টি২০’র দাপটে টেস্ট-ওয়ানডের মতো অভিজাত ঘারনার ক্রিকেটের জনপ্রিয়তাই এখন হুমকির মুখে। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএলের মতো ঘরোয়া টি২০তে কাড়ি কাড়ি টাকার জন্য অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন। আবার জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের রুটি-রুজির একমাত্র অবলম্বন হয়ে উঠেছে পিকনিক টাইপের এই ক্রিকেট। অকল্যান্ডে সেদিন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে নেমেছিল আশির দশকের পুরনো জার্সি পরে। কিউই ক্রিকেটাররা তো ছিলেন এক কাঠি ওপরে। পরচুলা পরে নেমে দর্শক হাসানোর দায়িত্ব নিয়েছিলেন তারা। ২০ ওভারের ক্রিকেটে অনভিজ্ঞতার কারণেই মুড়ি-মুড়কির মতো উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার ৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন দিশেহারা ঠিক তখনই রিকি পন্টিং আর সাইমন ক্যাটিচ দেখিয়েছিলেন এই সংস্করণে ব্যাটিংটা কিভাবে করতে হয়। ইতিহাসের প্রথম টি২০তেই সেঞ্চুরি পেয়ে যেতেন পন্টিং, কিন্তু দুর্ভাগ্য তার ৯৮ রানেই থামে তার ইনিংসটি। ৫ উইকেটে ২১৪ রান করার পর প্রতিপক্ষকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে অসিরা ম্যাচটা জিতেছিল ৪৪ রানে। নিছক মজার ছলে অনুষ্ঠিত টি২০ই এখন ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে। ক্রিকেটারদের ব্যাংক-ব্যালেন্স ফুলে-ফেঁপে ওঠা যে এই ছোট্ট ফরমেটের কল্যাণেই। জাতীয় দলের হয়ে টেস্ট আর ওয়ানডে খেলে তাদের যে আয়, সেটি যে ফ্র্যাঞ্চাইজি লীগের তুলনায় কিছুই নয়। ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি নিতান্তই বিনোদনের জন্য যে সংস্করণের পথচলা শুরু হয়েছিল, কালের বিবর্তনে সেটি হয়ে উঠেছে ক্রিকেটারদের রুটি-রুজির অন্যতম মাধ্যম।
×