ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় বক্সিংয়ে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় বক্সিংয়ে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় বক্সিং প্রতিযোগিতা শেষ হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি লে. জে. আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৬ স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আনসার এ্যান্ড ভিডিপি পুরুষ বিভাগে ২টি এবং মহিলা বিভাগে ৩টি স্বর্ণপদক পেয়ে রানার্সআপ হয়। স্বর্ণপদক লাভ করেন পুরুষ বিভাগে ৪৯ কেজিতে গ্রেগরি হাজদা (সেনাবাহিনী), ৫২ কেজিতে সোহেল চাকমা (সেনাবাহিনী), ৫৬ কেজিতে খোরশেদ আলম টিপু (সেনাবাহিনী), ৬০ কেজিতে আল সাফোয়ান উদ্দিন (রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজ, ঝালকাঠি), ৬৪ কেজিতে আল-আমিন (সেনাবাহিনী), ৬৯ কেজিতে আবদুর রহিম (সেনাবাহিনী), ৭৫ কেজিতে আরিফ হোসেন (আনসার), ৮১ কেজিতে সুরুজ বাঙালী (সেনাবাহিনী), ৯১ কেজিতে জুয়েল আহমেদ জনি (আনসার); মহিলা বিভাগে ৪৯ কেজিতে সাহারা ইয়াসমিন সীমা (আনসার), ৫২ কেজিতে ফারজানা জোহরা সুইটি (আনসার), ৫৬ কেজিতে উম্মে শামীমা আক্তার (যশোর জেলা) এবং ৬০ কেজিতে সাকী আক্তার (আনসার)।
×