ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের বাছাইপর্বে নেপাল

প্রকাশিত: ০৬:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বকাপের বাছাইপর্বে নেপাল

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলেছিল নেপাল। এবার ওয়ানডে বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছে তারা। বুধবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগের ডিভিশন টুতে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিয়েছে নেপাল। ইংল্যান্ডে ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দেশ। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। আগামী ৪ মার্চ জিম্বাবুইয়েতে শুরু হবে এই বাছাইপর্ব। এতে খেলবে ১০টি দেশ। এরা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, হল্যান্ড, স্কটল্যান্ড, হংকং, পাপুয়া নিউগিনি, নেপাল ও আরব আমিরাত।
×