ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হার না সমতা ফয়সালা রবিবার

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

হার না সমতা ফয়সালা রবিবার

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর টেস্ট সিরিজেও হেরেছে বাংলাদেশ। এবার টি২০ সিরিজেও হারের মুখোমুখি হয়ে পড়েছে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচটি দুই ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচও। প্রথম টি২০তে শ্রীলঙ্কা জেতায় ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। রবিবার যদি দ্বিতীয় টি২০তে হারে তাহলে টি২০ সিরিজও হার হবে। আর জিতলে আসবে সমতা। টি২০ সিরিজও কী হার হবে? না সমতা মিলবে? সেই ফয়সালা হবে রবিবার। এক একটি করে ম্যাচ যাচ্ছে, বাংলাদেশের হারের সংখ্যা বাড়ছে। যে দলটি দেশের মাটিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। সেই দলটিই কিনা শ্রীলঙ্কার কাছে এমন নাস্তানাবুদ হচ্ছে। যেখানে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে দেশের মাটিতে কুপোকাত করেছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার কাছে উল্টো দুঃখভরা স্মৃতিতেই আটকে গেছে। ২০১৫ সালের পর যে বাংলাদেশ দলটি দেশের হয়ে উঠেছে শক্তিশালী দল। দেশের বাইরেও যারা সাফল্যে ভেসেছে। তারাই এখন শ্রীলঙ্কার কাছে একের পর এক ম্যাচ হারছে। এমনও অবস্থা হচ্ছে। নিজেদের টি২০ ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও হারতে হচ্ছে। প্রথম টি২০তে যেমন ১৯৩ রান করেও ৬ উইকেটে হেরেছে। এবার দ্বিতীয় টি২০তে কী হবে? সেই আলোচনাই হচ্ছে। দ্বিতীয় টি২০তেও থাকছেন না সাকিব আল হাসান। তাকে ছাড়া যে বোলিংয়ে কি ভগ্নদশা, তাতো হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। প্রথম টি২০তে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পেরেছেন। মুশফিকুর রহীম (৪৪ বলে ৬৬*) দুর্দান্ত ব্যাটিং করেছেন। যদিও আরও ভাল ব্যাটিং করতে পারতেন মুশফিক। তাতে করে রান স্কোরবোর্ডে আরও বাড়ত। জয়ও হয়তো তখন মিলত। সৌম্য সরকার (৩২ বলে ৫১) শুরুটা দুর্দান্ত করেছেন। তিনি যতক্ষণ উইকেটে থাকেন, বাংলাদেশ ২০০ রানও ছাড়াবে, এমনই ভাবা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাতে দলও হারে। মুশফিকের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ (৩১ বলে ৪৩) ভাল সঙ্গ দিয়েছেন। কিন্তু রানের চাকায় আরেকটু গতি থাকলে স্কোরবোর্ডে আরও রান জমা হতো। তা হয়নি। তবে যা রান হয়েছে তাতেও জয় সম্ভব ছিল। বোলাররাই নিজেদের মেলে ধরতে পারেননি। লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করতে না পারাতেই হার হয়েছে। কুশল মেন্ডিস (৫৩), দাসুন শানাকা (৪২*), থিসারা পেরেরা (৩৯*) ও দানুশকা গুনাথিলাকা (৩০) দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতান। এমনকি ২০ বল বাকি থাকতেই জিতে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ যেখানে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ার রেকর্ড করেও হারে। সেখানে শ্রীলঙ্কা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড করে জিতে। বোলাররাই যে জয় এনে দিতে পারেননি তা বলেছেনও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টি২০ শেষে মাহমুদুল্লাহর কণ্ঠে এ নিয়ে হতাশা ঝরেছে, ‘রান দুইশ, দুইশর ওপরে হলে ভাল হতো। এরপরও এটা ভাল স্কোর ছিল। কিন্তু বোলাররা ভাল লেন্থে বোলিং করতে পারেনি। লাইন খারাপ ছিল না, কিন্তু লেন্থ ভাল ছিল না। এ কারণে হয়নি। সবচেয়ে বড় কথা শুরুতে দ্রুত উইকেট নিতে পারিনি আমরা। এটা গুরুত্বপূর্ণ ছিল।’ সঙ্গে যোগ করেন, ‘এই উইকেটে লেন্থটা খুব গুরুত্বপূর্ণ। উইকেট খুব ভাল ছিল। ভালভাবে ব্যাটে আসছিল। শুরুর দিকে লেন্থগুলো আমরা ঠিক করতে পারিনি। অনেক জায়গা দিয়েছি। ওরা খুব সহজে বাউন্ডারি পেয়েছে। এগুলো আমরা ভুল করেছি, যেগুলো উচিত হয়নি।’ শেষের দিকে বাংলাদেশের রান একটু কম হয়েছে। তাতেই রান ২০০ ছাড়ায়নি। কিন্তু বাংলাদেশ বোলাররা শ্রীলঙ্কান বোলারদের মতো শেষের দিকে চাপ প্রয়োগ করতে পারেননি। মাহমুদুল্লাহ তাই বোঝাতে চেয়েছেন, ‘ওদের বোলিং যদি দেখেন, ওরা শেষের দিকে ইয়র্কারগুলো ভালভাবে করতে পেরেছে। আমাদের অনেক পথ খুঁজতে হয়েছে রান করতে। যদি মুশির ব্যাটিং দেখেন, স্কুপ-রিভার্স স্কুপ খেলেছে বা অফস্টাম্পের বাইরে এসে মেরেছে। আমাদের বোলাররা সেই লেন্থে বল করতে পারেনি। এ জন্যই এই ফল। এই রান করে অবশ্যই আমাদের জেতা উচিত ছিল।’ এখন কী করা উচিত? তাও বলে দিলেন মাহমুদুল্লাহ, ‘বোলিং গ্রুপ হিসেবে আমাদের বসে কাজ করতে হবে। কাকে, কখন, কোন সময়, কিভাবে বল করাব। ডট বল করে কিভাবে চাপ সৃষ্টি করতে পারব। এ ধরনের উইকেটে ব্যাটসম্যানের শক্তি বুঝে হয়তো জুতসই বাউন্সার করতে হবে কিংবা দারুণ ইয়র্কার। এ জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে।’ দ্বিতীয় টি২০তে তা কী করতে পারবেন বাংলাদেশ বোলাররা? মাহমুদুল্লাহ আশায় আছেন। বলেছেন, ‘আশা করছি, সিলেটে ভাল কিছু হবে। ভালভাবেই এই সিরিজটা শেষ করতে পারব।’ সেই ভাল এখন মিললেই হয়। না জিতলেই টি২০ সিরিজও হার হয়ে যাবে। জিতলে হবে সমতা। এখন রবিবার সেই ফয়সালা হয়ে যাবে।
×