ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ভাংচুর ॥ আহত ১০

প্রকাশিত: ০৭:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ,  ভাংচুর ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনসহ কয়েকটি বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ১২ রাউন্ড কাঁদানে গ্যাস ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। সংঘর্ষে ১০ যুবলীগকর্মী আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়। নতুন কমিটির আহ্বায়ক আবুল খায়ের ও বিলুপ্ত কমিটির আহ্বায়ক মতিউর রহমান গ্রুপের মধ্যে কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নতুন কমিটির আহ্বায়ক আবুল খায়েরের সমর্থকরা যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালামের নেতেৃত্বে পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেন। ওই মিছিল শুরু করার আগেই বিলুপ্ত কমিটির আহ্বায়ক মতিউর রহমান ও তার সমর্থকরা পাল্টা মিছিল বের করেন। মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা মোড়ে পৌঁছলে উভয় গ্রুপ মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের থানা রোডের সরকারী বাসভবনে ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালামের বাসায় হামলা ও ভাঙচুর হয়। সংঘর্ষে দেলুয়ার জাহান মামুন, সুজন, একেএম অমিত উল্লাহ, হিরণ, আব্দুল্লাহ, কামালসহ ১০ যবুলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
×