ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

যুবলীগ নেতার বাড়িতে হামলা নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১৪ ফেব্রুয়ারি ॥ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তালা ভেঙ্গে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও তার লোকজন ঘরে প্রবেশ করে ৫৩ হাজার টাকা, দু’টি সোনার আংটি, একটি চেইন, কানের দুল ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের স্ত্রী মিতু বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও লোকজন গত রবিবার আমার স্বামীকে বাড়িতে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। শিবমেলায় পুণ্যার্থীর ঢল নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি ॥ ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত লাখো তীর্থযাত্রীর চন্দ্রনাথধামে পদচারণার মাধ্যমে সীতাকু-ে চলছে কলিযুগের মহাতীর্থ হিসাবে খ্যাত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা। মেলায় পুণ্যার্থীদের মূল কাজ হলো তিথি চলাকালে ব্যাসকুণ্ডে স্থান, তর্পণ শেষ করে প্রায় ১৩০০ ফুট উচ্চতায় চন্দ্রনাথ মন্দিরে পূজা শেষে মনোবাসনা পূর্ণ করা। বুধবার রাতে তিথি শেষের মধ্যে দিয়ে পুণ্যার্থীদের মূল মেলা শেষ হলেও সীতাকু-ের এ মেলা আরও এক মাস চলবে। তখন হিন্দু ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকেরা এ মেলায় আসবে। দেশে চলমান রাজনৈতিকসহ বিভিন্ন পরিস্থিতি শান্ত থাকায় এবারের শিব চতুর্দশী মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধর্মানুরাগী ভক্তের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ আরও অনেক দেশের পুণ্যার্থীর সমাগম ঘটেছে। রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির প্রতিবাদ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মৃতপ্রায় ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রতিবাদ ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কের দু’পাশে বেলার ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচীতে সহ¯্রাধিক সাধারণ মানুষ অংশ নেন। রোহিঙ্গা পরিবারকে সহায়তা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার তথা রোহিঙ্গা অধ্যুষিত এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে এগিয়ে এসেছে এনজিও ‘কোস্ট ট্রাস্ট’। রোহিঙ্গা সঙ্কটে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সহায়তা প্রদান করা হয়েছে। রোহিঙ্গা জাতিগোষ্ঠীর আগমনে স্থানীয় যেসব পরিবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এ ধরনের ১২০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এনজিও কোস্ট ট্রাস্টের কর্মকর্তারা প্রদান করেছেন শীতকালীন বস্ত্র ও গৃহস্থলি আসবাবপত্র। বুধবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে কোস্ট ট্রাস্ট সংস্থাটি রোহিঙ্গা এবং স্থানীয় বাংলাদেশীদের আর্তমানবতার সেবায় টিয়ারফান্ডের অর্থায়নে স্থানীয়দের মধ্যে কম্বল, মশারি, তোশক ও শিশুদের শীতকালীন পোশাক বিতরণ করা হয়েছে। পুলিশ-জনতা সংঘর্ষ ॥ আহত শতাধিক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ॥ বিতর্কিত সরকারী লিজকৃত জমি দখল ও গৃহনির্মাণ দখল করা নিয়ে বুধবার দুপুরে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সংঘর্ষ হয়। এতে শতাধিক লোক আহত হয়। জানা গেছে, ওই গ্রামের পাশে সরকারী পতিত পাহাড়ী বিতর্কিত টিলা রামপুর চা-বাগান কর্তৃপক্ষ লিজ নেয়। এ খবর পেয়ে সুন্দ্রাটিকি গ্রামের লোকজনের একটি অংশ আগের দিন মঙ্গলবার রাতে টিন দিয়ে গৃহনির্মাণ করে ভূমিটি দখল করে নেয়। এদিকে বাগান কর্তৃপক্ষ র‌্যাব-৯ ও স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করলে বুধবার দুপুরে একদল পুলিশ গ্রামবাসীদের একাংশকে সরে যেতে বলে। কিন্তু লোকজন কাগজপত্র হাতে নিয়ে ওই ভূমি তাদের বলে নিশ্চিত করতে চান। তবে ইউএনও তা আমলে না নিয়ে তার সিদ্ধান্তেই অটল থাকেন। ফলে সশস্ত্র লোকজন ক্ষিপ্ত হয়ে ইউএনওসহ কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলে পড়ে। পুলিশ পাল্টা এ্যাকশনে গেলে শুরু হয় গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও শর্টগানের গুলি ছোড়ে।
×