ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার/কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম/অভিযান পরিচালিত হচ্ছে। গত জানুয়ারি মাসে ৯টি শিল্প, ৮টি বাণিজ্যিক ১টি ক্যাপটিভ এবং গ্যাস বিল বকেয়ার কারণে ৯৬৬টি বৈধ চুলা, ৫টি শিল্প, ১২টি বাণিজ্যিক, ২টি ক্যাপটিভ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখিত অভিযানসমূহের মধ্যে বিভাগীয় ভিজিল্যান্স টিম অনুমোদন অতিরিক্ত লোড ব্যবহার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ১০ জানুয়ারি মেসার্স কাজী নূর-এ-আলম টেক্সটাইল এ্যান্ড ইন্ডাস্ট্রিজের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ফতুল্লা এলাকায় অনুমোদন বহির্ভূত বুস্টার ব্যবহারের কারণে ১ জানুয়ারি আসিফ টেক্সটাইলস মিলস এবং এস এস টেক্সটাইলস মিলস, অনুমোদন অতিরিক্ত লোড ব্যবহার করায় ৪ জানুয়ারি আর এস নিটওয়্যার, ৭ জানুয়ারি থ্রেড প্লাস ও আদনান টেক্সটাইল, ১৬ জানুয়ারি নিউ চাদ প্রসেসিং মিলস, ১০ জানুয়ারি এশিয়ান ফুডস, ৩ জানুয়ারি মিরপুর এলাকায় মেসার্স প্রোঃ স্টার ইন্ডাস্ট্র্রিয়াল কোং লিঃ, ১৮ জানুয়ারি গাজীপুর এলাকায় ইউনাইটেড ফ্যাশন ট্রাউজারস লিঃ, ৩১ জানুয়ারি ঢাকার শ্যামপুরে বিক্রমপুর ডেইরি লিঃ এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সোনারগাঁও এলাকায় ১ জানুয়ারি মেসার্স সবুজ পাতা রেস্টুরেন্ট, রূপগঞ্জ এলাকায় ৩ জানুয়ারি মেসার্স নিউ যমযম রেস্টুরেন্ট, মেসার্স ভোজন বিলাস রেস্টুরেন্ট, মেসার্স তিন কন্যা হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, মেসার্স ধানসিড়ি রেস্টুরেন্ট, ৩০ জানুয়ারি বন্দর এলাকায় বিসমিল্লাহ সুইট্স ও ড্রিমল্যান্ড চাইনিজ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়ার কারণে মিরপুর এলাকায় ৮ জানুয়ারি মেসার্স নিউ ম্যাকজিম, ৯ জানুয়ারি মেসার্স বিক্রমপুর মুসলিম সুইটস এ্যান্ড কনফেকশনারি, ১৫ জানুয়ারি মেসার্স হোসেন ফ্যাশন লিঃ, ১৭ জানুয়ারি মেসার্স কাম্পালি হোটেল এ্যান্ড রেস্টরেন্ট, ২৪ জানুয়ারি মেসার্স প্রত্যাশা ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, ৮, ১০ ও ১৫ জানুয়ারি ফতুল্লা এলাকায় প্যাসিফিক ইস্পাত, শাহনুর ট্রেডার্স ও ফতুল্লা স্টিল রি-রোলিং, ৮, ১৮ ও ২৩ জানুয়ারি নরসিংদী এলাকায় মেসার্স আলম টেক্সটাইল, মেসার্স রাজধানী হোটেল ও মেসার্স জর্জ স্পিনিং মিল্স, ২৪ জানুয়ারি সোনারগাঁও এলাকায় মেসার্স বিসমিল্লাহ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, ১১ ও ১৬ জানুয়ারি সাভার এলাকায় মেসার্স আর এন ওয়াশিং প্ল্যান্ট ও মেসার্স এপেক্স ফার্মা, ১১, ১৪ ও ১৬ জানুয়ারি ঢাকার ওয়াইজ ঘাটে মেসার্স মাম্মি টেক্স লিঃ, আবুল হাসনাত রোডে মেসার্স আলম মিয়া হোটেল, মতিঝিলে মেসার্স খানাপিনা রেস্তরাঁ ও আরামবাগে ডেভ স্টার এ্যান্ড এ্যাসেসিয়েট, ২৯ জানুয়ারি মানিকগঞ্জে বসুন্ধরা স্টিল কমপ্লেক্সের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি
×