ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০০, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার সকালে নগরীর কাজির দেউরী এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচীতে বক্তারা বলেন, সরকার যে আশায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তা কখনই পূরণ হবে না। বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হবে না। দেশের সাধারণ মানুষ গণ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুথান সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, জিয়া এতিমখানার মামলার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তাঁকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মিয়া ভোলা, আবদুস সাত্তার, জয়নাল আবেদিন জিয়া, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ প্রমুখ। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক রুবেলসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিএনপি’র কেন্দ্র ঘোষিত মানববন্ধনে আসার সময় চেয়ারম্যান মাহবুবার রহমানকে এবং মানববন্ধন থেকে ফেরার পথে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। নড়াইল নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, জেলা জামায়াতের দফতর সম্পাদক নবীর হোসাইনকে এবং জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মুশফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে রবিবার রাতে তাদের আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরে জুটমিলে আগুন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ সোমবার বিকেল ৫টার দিকে মাদারীপুর শহরতলী সৈদারবালি এলাকায় অবস্থিত কাজী হায়দার জুট মিলে এক অগ্নিকা- ঘটেছে। মেশিনরুম থেকে আগুন ধরে মুহূর্তের মধ্যে পাটের গুদামসহ আশপাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে কাজী হায়দার জুট মিলের মেশিনরুমের দক্ষিণ পাশ থেকে অগ্নিকা-ের সূত্রপাত। টঙ্গীতে চার দোকান নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, সোমবার ভোর রাতে টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় এক অগ্নিকা-ের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকার মতো। ৪টি দোকানের মধ্যে ছিল ঔষধের দোকান ও ভ্যারাইটিজ স্টোর। টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কি কারণে আগুনের সূত্রপাত দোকান মালিক বা ফায়ার সার্ভিস বলতে পারেনি।
×