ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষিকাকে জুতাপেটা

প্রকাশিত: ০৬:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষিকাকে জুতাপেটা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে শাহীনুর পারভীন শানু নামে কিন্ডার গার্টেনের এক স্কুল শিক্ষিকাকে জুতাপেটা করেছে। আহত ওই শিক্ষিকাকে নগরীর খানপুরের ৩শ’ বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিক্ষিকার অপরাধ ছিল, আইনজীবী মজিদ খন্দকারের নাতিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতে রাজি হননি তিনি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী আব্দুল মজিদ খন্দকার ও তার স্ত্রী রোকেয়া খন্দকারের বিরুদ্ধে ফতুল্লা থানায় সোমবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ফুটবল নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১২ ফেব্রুয়ারি ॥ সোমবার সকালে জয়পুরহাট স্টেডিয়ামে মাদকদ্রব্য অধিদফতর আয়োজিত ফুটবল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। জেলা শহর ও উপজেলা সদরের তরুণরা খেলায় অংশগ্রহণের পূর্বে হাত উঠিয়ে মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসকের উদ্যোগে শপথ পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার একরামুল হক, জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সককারী পরিচালক মিজানুর রহমান শরীফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলমসহ অন্যরা।
×