ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ফুটবলের সূচী, কথার সঙ্গে কাজের মিল রাখতে পারবে তো বাফুফে?

জুন-জুলাইয়ে ফুটবলারদের দলবদল

প্রকাশিত: ০৬:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

জুন-জুলাইয়ে ফুটবলারদের দলবদল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালের ১০ অক্টোবর বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ফল রচিত হয়। ‘এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ-২’এ ভুটানের কাছে হেরে যায় বাংলাদেশ। এর ফলে পরের তিন বছর বাংলাদেশ ফিফা ও এএফসি স্বীকৃত কোন আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট খেলার সুযোগ হারায়। বাংলাদেশের ফুটবলের এই অধঃপতনের দায়ভার কোনভাবেই এড়াতে পারে না বাফুফে। তাদের সাংগঠনিক ব্যর্থতা, দুর্নীতি এবং অদূরদর্শিতায় দেশের ফুটবলের এই অবস্থা। ফুটবল উন্নয়নে তৃণমূলে যেতে হবে, নতুন খেলোয়াড় তুলে আনতে বয়সভিত্তিক পর্যায়ে জোর দিতে হবে। অথচ কাজী মোঃ সালাউদ্দিনের আমলে তৃণমূল ফুটবল বলতে গেলে নির্বাসনেই চলে যায়। গত নয় বছরে সালাউদ্দিন পাত্তাই দেননি তৃণমূল এবং বয়সভিত্তিক ফুটবলকে। মজেছিলেন জাতীয় দল এবং পেশাদার লীগ নিয়েই। পাইপলাইনে দক্ষ ফুটবলার না থাকার পরিণাম এই নয় বছরে পরিষ্কার হয়ে গেছে। এই বিপর্যয়ের পর হুঁশ ফিরে বাফুফের। প্রণয়ন করে একটি ৪ বছর মেয়াদী (২০১৭-২০২০) পূর্ণাঙ্গ ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো বিশ্বের সব ফুটবল ফেডারেশন যেমনটা পালন করে। যেমন লীগ এবং বিভিন্ন টুর্নামেন্ট। অন্যটি হলো সার্বিক ফুটবলের উন্নয়নের দায়িত্ব নেয়া। ক্যালেন্ডার অনুযায়ী ২০১৭ সালে যেসব কার্যক্রম পরিচালনা করার কথা ছিল, তার বেশিরভাগই করতে পারলেও সেগুলো সময়মতো করতে পারেনি বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ সময়মতো শুরু এবং শেষ করা যায়নি। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপও সময়মতো হয়নি। মার্চে এএফসির আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকায় এবার আন্তর্জাতিক আসর বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচীতেও পরিবর্তন এসেছে। শেখ কামাল ক্লাব কাপ আয়োজনেরও কোন খবর নেই। চলতি মৌসুম শেষ হতে না হতেই, ২০১৮-১৯ মৌসুমের ঘরোয়া ফুটবলের সূচী চূড়ান্ত করেছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে জুন-জুলাই থেকে শুরু হবে দলবদল। আর লীগ শুরু হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে, বর্ষা মৌসুমকে এড়ানোর জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এদিকে এবারের মৌসুমে কিছুটা ত্রুটি-বিচ্য্যুতি থাকলেও বাফুফের লক্ষ্যপূরণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাফুফের ঘরোয়া ফুটবলের সূচী প্রশ্নবিদ্ধ থাকে প্রতি বছরই। পার্শ্ববর্তী দেশগুলোয় যখন মৌসুম শেষ হয়ে যায়, তখনও খেলাই শুরু করতে পারে না লীগ কমিটি। ফলে জটিলতা তৈরি হয় ক্লাবগুলোর আন্তর্জাতিক অংশগ্রহণের ক্ষেত্রে। বিষয়টি বিবেচনায় এনেই আসছে মৌসুমের সূচী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগস্টে ফেডারেশন কাপ দিয়ে লীগের প্রস্তুতি সারবে ক্লাবগুলো। আর পরের বছর স্বাধীনতা কাপ দিয়ে শেষ হবে মৌসুম। এদিকে কিছুটা বিলম্ব হলেও চলতি মৌসুমের প্রধান আসরগুলো শেষ করতে পেরেছে লীগ কমিটি। সর্বশেষ স্বাধীনতা কাপ ঠিকভাবে শেষ করতে পারায় তৃপ্তির ঢেঁকুর এখন কর্মকর্তাদের কণ্ঠে। একইসঙ্গে যে লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা হয়েছিল তা সফল বলেও দাবি বাফুফের। চলতি মৌসুমে ফেডারেশন প্রতিশ্রুত টুর্নামেন্টগুলোর মধ্যে এখনও বাকি রয়েছে অ-১৮ লীগ। যেটি আসছে মার্চে আয়োজনের কথা বললেও তাতে কয়টি ক্লাব অংশ নিচ্ছে তা এখনও নিশ্চিত করতে পারেনি লীগ কমিটি। অনেকেই বলেন, সালাউদ্দিন যেকোন কাজই শুরু করেন ঢাকঢোল পিটিয়ে, মহাসমারোহে। কিন্তু তার কাজের শেষটা আর দেখা যায় না। এখন দেখার বিষয়, তার নতুন এই পরিকল্পনা দিয়ে দেশের ফুটবলের আদৌ কোন উন্নয়ন ঘটাতে পারেন কি না, নাকি এটাও হয়ে থাকবে নিছকই তার আরেকটা স্টান্টবাজি!
×