ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার গেটাফের কাছে ধরা বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

এবার গেটাফের কাছে ধরা বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লীগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে বার্সিলোনা। গত সপ্তাহে কাতালান ডার্বিতে এস্পানিওলের সঙ্গে হারতে হারতে কোনরকমে ১-১ গোলে ড্র করা বার্সা এবার গোলশূন্য ড্র করেছে। রবিবার রাতে নিজেদের মাঠ ন্যূক্যাম্পে অতিথি গেটাফেতে আটকে যান লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। এর ফলে ২০১৬ সালের নবেম্বরের পর ঘরের মাঠে প্রথমবারের মত লা লীগায় গোলবঞ্চিত থাকলো বার্সা। এই ড্রতে দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমে এসেছে। বর্তমানে ২৩টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সিলোনার ভা-ারে জমা ৫৯ পয়েন্ট। দুইয়ে থাকা এ্যাটলেটিকোর পয়েন্ট ৫২। ৪৩ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া তিনে ও ৪২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চার নম্বরে। এস্পানিওলের বিরুদ্ধে শেষদিকে গোল করে কোনরকমে হার এড়িয়েছিল বার্সা। গেটাফের বিরুদ্ধেও জয়ের মতো তেমন কিছুই করতে পারেনি তারা। এই ম্যাচের মধ্য দিয়ে আরেকবার গেটাফে প্রমাণ করেছে কেন তারা লীগে তৃতীয় সেরা রক্ষণভাগের রেকর্ড নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে এখন পর্যন্ত আক্রমণভাগে নিজেকে প্রমাণ করতে না পারা সুয়ারেজ বিরতির ঠিক আগে লিওনেল মেসির ফ্রিকিক থেকে দারুণ একটি গোল করেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। বন্ধ হয় কাতালানদের উৎসবও। এরপর স্টপেজ টাইমে আবারও সুয়ারেজের হেড অসাধারণ ভঙ্গিমায় রুখে দেন গেটাফে গোলরক্ষক ভিসেন্টে গুয়াইটা। এরপরও অবশ্য আর্নেস্টো ভালভার্ডের দল ২৩ ম্যাচে অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর চেয়ে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে। এটাই বার্সিলোনার কোন ম্যাচে পরাজিত না হয়ে লীগে সবচেয়ে দীর্ঘ যাত্রা। স্যামুয়েল উমটিটি নিষিদ্ধ, থমাস ভারমালেন পুরোপুরি ফিট নন, জেরার্ড পিকে একমাত্র খেলোয়াড় হিসেবে বেঞ্চে, এই পরিস্থিতিতে কোচ ভালভার্ডে জানুয়ারিতে দলভুক্ত করা ইয়েরি মিনাকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে লুকাস ডিগনের সাথে জুটি বেঁধে মূল একাদশে খেলান। রক্ষণভাগে এই দুজনকে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয়নি। কিন্তু পাকো আলকাসার ও ফিলিপ কুটিনহোকে একসাথে মূল একাদশে নামানোর সিদ্ধান্তে ভালভার্ডে খুব একটা সফল হতে পারেননি। তারা দুজনেই ঘণ্টাখানেক মাঠে ছিলেন। এর মধ্যে ৫৮ মিনিটে কুটিনহোর একটি শট দারুণভাবে আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক গুয়াইটা। দ্বিতীয়ার্ধে বদলি বেঞ্চ থেকে মাঠে নামেন উসমানে ডেম্বেলে। সম্প্রতি সাইডলাইনে যাওয়ার পর এটাই তার প্রথম ম্যাচ। কিন্তু গেটাফের ব্যাক লাইনকে ভাঙ্গতে তরুণ এই ফ্রেঞ্চ ফরোয়ার্ডও ব্যর্থ হয়েছেন। সাবেক আর্সেনাল মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনির গেটাফের হয়ে দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছে। এই ম্যাচে সুপারস্টার মেসিও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গেটাফের শক্তিশালী রক্ষণভাগ ভালভাবেই সামাল দিয়েছে বিশ্বের অন্যতম সেরা তারকাকে। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ ভালভার্ডে বলেন, আমরা ঘরের মাঠে ড্র করতে একদম পছন্দ করি না। কিন্তু এটাই ফুটবল। আমাদের প্রতিপক্ষ রক্ষণভাগে দুর্দান্ত খেলেছে। আর এ কারণেই আমরা গোল করতে পারিনি। আমাদের মাঠে গোল করতে না পারাটা কিছুটা বিস্ময়কর। আরেক ম্যাচে মেস্টালায় লেভান্তেকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে আবারও তৃতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র এক। ১৭ মিনিটে সান্টি মিনা স্বাগতিকদের এগিয়ে দেন। কিন্তু এক মিনিট পরেই সার্জিও পোস্টিগোর গোলে সমতা ফেরায় লেভান্তে। ৬৫ মিনিটে আবারও ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন লুসিয়ানো ভিয়েট্টো। ৮৯ মিনিটে স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন ডানি পারেয়ো। এর ফলে সব ধরনের প্রতিযোগিতায় টানা ষষ্ঠ পরাজয়ের পর জয়ের ধারায় ফিরলো ভ্যালেন্সিয়া।
×