ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মরণসভায় শিল্পমন্ত্রী

রাজনৈতিক চিন্তাধারা থেকে সুরঞ্জিত কখনও বিচ্যুত হননি

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজনৈতিক চিন্তাধারা থেকে সুরঞ্জিত কখনও বিচ্যুত হননি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ, গণতান্ত্রিক দল, একতা পার্টি ইত্যাদি দল করেছেন। কিন্তু তার রাজনৈতিক চিন্তাধারা এক ছিল। সেখান থেকে তিনি কখনও বিচ্যুত হননি। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের এই স্মরণসভার আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সুরঞ্জিত সেনগুপ্ত অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অসীম সাহসিকতার লোক ছিলেন। আমরা যেটা বলতে সাহস পেতাম না তিনি সেটা অকপটে বলতেন। তার বলার ভঙ্গিমা এত সুন্দর ছিল যে, অনেক কঠিন কথাও মানুষ সহজভাবে নিত।
×