ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে হাইকমিশনে হামলার নিন্দা অস্ট্রিয়া প্রবাসীদের

প্রকাশিত: ০৬:০৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডনে হাইকমিশনে হামলার নিন্দা অস্ট্রিয়া প্রবাসীদের

সংবাদদাতা, ভিয়েনা অস্ট্রিয়া, থেকে ॥ অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য বিএনপির বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, হাইকমিশন কোন দলের অফিস নয়, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কোন দলের নেতাকর্মী নন। হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। হাইকমিশনের সম্পদের ক্ষতি মানে দেশের সম্পদের ক্ষতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মানে বাংলাদেশকে অসম্মান করা, অস্বীকার করা। প্রবাসী নেতৃবৃন্দ এ ধরনের সহিংস এবং বেআইনী কার্যক্রম করে যারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে কলঙ্কিত করেছে সেসব জঙ্গী অপশক্তির দোসরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মজনু আজাদ, বাঙালী-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহি দাস সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগের, সহ-সভাপতি আকতার হোসেন, ছামছুল ইসলাম, একেএম সওকত আলী, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির নেতা নয়ন হোসেন, কমিউনিটি নেতা ইমরুল কায়েস, লুৎফর রহমান সুজন প্রমুখ।
×