ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালপুরে রেলের তেল চোর চক্রের মূলহোতাসহ আটক ৫

প্রকাশিত: ০৩:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮

লালপুরে রেলের তেল চোর চক্রের মূলহোতাসহ আটক ৫

সংবাদদাতা, লালপুর, নাটোর, ১১ ফেব্রুয়ারি ॥ নাটোরের লালপুর আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলের তেলচুরির সময় ১৩’শ ৮০ লিটার এবং চক্রের মূলহোতা হাফিজুর রহমান হাফিজসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি জব্দ করা হয়। শনিবার রাত ১২টার দিকে আব্দুলপুর জংশনে অভিযান চালিয়ে রেলের তেলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে লালপুর উপজেলার গোসাইপুর এলাকার হাফিজুর রহমান হাফিজ এবং তার সহযোগী উপজেলার পূর্বপোকন্দা গ্রামের শাহেদ আলী, গোসাইপুর পশ্চিমপাড়া এলাকার খাদেম আলী, একই এলাকার মিজানুর রহমান এবং ঈশ্বরদীর আরোমবাড়িয়া এলাকার আক্কাস আলী লাটু। যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে কোস্টগার্ডের সদস্যরা ছয়টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো রবিবার সকালে নির্র্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন নদীতে সুন্দরবন-৯, এমভি সাত্তার খান-১, এমভি জামাল-৬, এমভি জাহিদ-৪, এমভি রাসেল-৪ এবং এমভি নিউ সাব্বির-৩ নামের যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে সাড়ে তিন লাখ টাকার ৩০ মণ জাটকা জব্দ করে।
×