ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবজ্ঞার যোগ্য জবাব দিলেন আরিফ

প্রকাশিত: ০৬:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

অবজ্ঞার যোগ্য জবাব দিলেন আরিফ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘ। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ট্রফি জেতার পাশাপাশি আরও তিনটি পুরস্কার জিতে নিয়েছে। এগুলো হলো : ম্যান অব দ্য ফাইনাল, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং টপ গোল স্কোরার। প্রথম দুটিই পেয়েছেন উইঙ্গার আরিফুল ইসলাম (পুরস্কার হিসেবে পান ক্রেস্ট, এলইডি টিভি এবং রেফ্রিজারেটর)। মজার ব্যাপারÑ এবারের প্রিমিয়ার লীগের প্রথম লেগে আরিফ ছিলেন চট্টগ্রাম আবাহনীতে। কিন্তু প্রথম লেগে একটি ম্যাচেও তাকে খেলায়নি চট্টগ্রাম আবাহনী। রাগে-ক্ষোভে-অভিমানে দ্বিতীয় লেগে আরিফ আরামবাগে গিয়ে যোগ দেন। তখনই প্রতিজ্ঞা করেছিলেন চট্টগ্রাম আবাহনীকে পেলে গোল করে দেখিয়ে দেবেন নিজের সক্ষমতা এবং সেটা তিনি দেখালেনও শনিবারের ফাইনালে একটি গোল করে। যোগ্য জবাব দিলেন অবজ্ঞার। সর্বোচ্চ গোলদাতা (৩টি) আরামবাগের মাহবুবুর রহমান জুয়েল পেয়েছেন ক্রেস্ট এবং রঙিন টেলিভিশন। চ্যাম্পিয়ন হিসেবে আরামবাগ ক্লাব পেয়েছে পাঁচ লাখ টাকা পুরস্কার (ট্রফি ও মেডেলসহ)। রানার্সআপ চট্টগ্রাম আবাহনী পেয়েছে তিন লাখ টাকা (ট্রফি ও মেডেলসহ)। ফেয়ার প্লে ট্রফির পুরস্কারও পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ফাইনাল শেষে রেফারি এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×