ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চৌগাছায় কলেজছাত্রী ধর্ষণের শিকার

প্রকাশিত: ০৪:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

চৌগাছায় কলেজছাত্রী ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় এক কলেজছাত্রী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। গুরুতর অবস্থায় তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেয়েটি কলেজে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের একটি বাড়িতে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হচ্ছে। মেয়েটির মা বলেন, ‘বাপ্পি নামে এক সহপাঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুরে আমার মেয়েকে বেড়ানোর নাম করে বাপ্পি তার ফুপুবাড়ি মাধবপুর গ্রামে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে বাপ্পি। এর ফলে প্রচ- রক্তক্ষরণ হয়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।’ এ ঘটনা আঁচ করতে পেরে আমরা মেয়েকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। গভীর রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করি, বলছিলেন মেয়েটির মা। ফ্রি ডেন্টাল কেন্দ্র উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ফেব্রুয়ারি ॥ রাণীনগরে গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ও ডেন্টাল স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে শনিবার মোল্লা পরিবারের নিজ উদ্যোগে গড়ে তোলা ডেন্টাল স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের বিষ্ণুপুর গ্রামে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের প্রাক্তন অধ্যাপক ও ডীন ডাঃ মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ইসরাফিল আলম। পরে তিনি এই ডেন্টাল স্বাস্থ্য কেন্দ্রের ফলক উন্মোচন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, বাংলাদেশ প্লানিং কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোঃ হাসানুর রহমান। পলিথিন বিক্রেতার জরিমানা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারি ॥ সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজার থেকে শনিবার বেলা ১১টার দিকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। পরে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরবী গোলদার। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটকৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারের অনিক এন্টারপ্রাইজ নামের একটি গুদামে অভিযান চালিয়ে এক হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে। নির্বাহী হাকিম পুরবী গোলদার বলেন, অবৈধ পলিথিন গুদামজাত করায় গুদামের মালিক অর্ণব সাহাকে (৩৫) ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন (৬) এর ক ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×