ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ০৪:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ শ’ পিস ইয়াবাসহ জাকারিয়া নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক জাকারিয়া কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা পশ্চিম পানখালী এলাকার হোসেন মেম্বার বাড়ির আবুল হোসেনের পুত্র। অপরদিকে উপজেলার সলিমপুর ওভারব্রিজ ফকিরহাট সাবেক এমপি আবুল কাসেমের বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১০০ পিস ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। শনিবার দুপুরের দিকে প্রাইভেটকার ভর্তি এসব পেনসিডিল ও গাঁজা উদ্ধার করে পুলিশ। জানা যায়, বার আউলিয়া হাইওয়ে পুলিশ উপজেলার পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় চেকপোস্টের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আটক করে জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদকালে তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করলে পুলিশ বিশেষ পদ্ধতিতে পায়ু পথে পেট থেকে ইয়াবা উদ্ধার করেন। এতে কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০টি প্যাকেটে ৫’শ পিস ইয়াবা পাওয়া যায়। শহীদ মিনার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার সালন্দর ডিগ্রী কলেজ মাঠে শনিবার জেলা পরিষদের অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার, উপাধ্যক্ষ হাবীব আহমাদ উলুব্বী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, সাবেক চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী ও জেলা জাসদের সহ-সভাপতি খাদেমুল ইসলাম প্রমুখ ।
×