ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪১৪ খুদে কবির হাতে পুরস্কার সংস্কৃতিমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

  ৪১৪ খুদে কবির  হাতে পুরস্কার  সংস্কৃতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাড়ে ১৮ হাজার খুদে কবির মধ্যে বাছাই করা ৪১৪ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই খুদে কবিদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ভিশন ২০২১ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত শিশুদের লেখা ছড়া ও কবিতা প্রতিযোগিতার আয়োজন শেষে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘ওরা যত বই পড়বে ততো ভাবনাগুলো পরিপূর্ণ হবে, ওদের ভাবনার জায়গাটা অনেক বড়। ওদের ভাবনার জায়গাটা ওদেরকেই ছেড়ে দিতে হবে। ওরা গল্পের বই পড়ুক, কবিতা লিখুক, গানবাজনা করুক, খেলাধুলায় অংশগ্রহণ করুক। এতে করে তাদের মধ্যে মনুষ্যত্ব জাগবে, বড় মাপের মানুষ হবে। তিনি বলেন, ‘নাটক, গানবাজনা, খেলাধুলা, কবিতা, ছড়া লেখা, দেয়াল পত্রিকা লেখা শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা কারিকুলাম ধরা হয়। কিন্তু এটি এক্সট্রা কারিকুলাম নয়, শিক্ষা জীবনের একটি বড় অংশ। এটি না হলে প্রকৃত মানুষ হওয়া যায় না। শুধু বড় ডিগ্রী অর্জন করেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হওয়ার জন্য প্রকৃত শিক্ষা অর্জন করতে হয়। এজন্য আমাদের শিশুদের সৃজনশীল কাজে যুক্ত করতে হবে।’ ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান, শিক্ষক খোকারাম রায়, প্রতিযোগিতার বিচারক ম-লীর সদস্য আবুল মনসুর ফকির প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়াদুদ রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল আমীন স্বপন।
×