ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ড মহাসড়কের ফুটপাথে অবৈধ স্থাপনা ॥ যানজট

প্রকাশিত: ০৮:৪১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুন্ড মহাসড়কের ফুটপাথে অবৈধ স্থাপনা ॥ যানজট

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, (চট্টগ্রাম), ৯ জানুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডে দিয়ে প্রতিদিনই আনুমানিক বিশ হাজার হালকা ও ভারী যানবাহন সমগ্র বাংলাদেশে চলাচল করে থাকে। চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট হতে বড়দারোগারহাট পর্যন্ত ৪৮ কিলোমিটার দূরত্বের মধ্যে কুমিরা রয়েল গেট পর্যন্ত ২০ কিলোমিটার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দুই পার্শ্বে ফুটপাথ দখল করে নিয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ীসহ বেশ কিছু নামী-দামী প্রতিষ্ঠানের বড় বড় লজিস্টিক, কন্টেনার ও ট্রাক। প্রতিদিনই মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় স্কুল ছাত্র-ছাত্রী ও পথচারীসহ চাকরিজীবীরা দুর্ঘটনার কবলে পড়ছে। এসব দুর্ঘটনায় অনেকে ঘটনাস্থলে মারা যায় এবং যারা বেঁচে ফিরে তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণের মধ্যে জীবন-যাপন করে দুর্ভাগা সময়টা অতিবাহিত করেছে। সম্প্রতি ভাটিয়ারী উত্তর বাজার মহাসড়ক এলাকায় মোস্তাফা অয়েল মিলস্ লিঃ গেট সংলগ্ন মেসার্স আলী শাহ্ নামক কোম্পানি (বোর্ড তৈরি, ডকইয়ার্ড) কারখানা নির্মাণ করে পুলিশের সাংকেতিক চিহ্ন ধারণকৃত পিলার দিয়ে মহাসড়কের যান চালাচল ব্যাঘাত ঘটাচ্ছে প্রতিনিয়ত। অথচ একটু সামনে রয়েছে মহাসড়কের ইউটার্ন। ডকইয়ার্ড স্থাপনকৃত স্থানে সম্প্রতি নানা দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন ২ জন এবং আহত হয় আরও ১০ জন। এ বিষয়ে জানতে আলী মেরিন কোম্পানির পরিচালক মোঃ ইউসুফ বলেন, ‘আমি আসলে বুঝেছি, আমি বেআইনী কাজ করছি, তবে আমি খুব শীঘ্রই মহাসড়কের পাশে এসব বোর্ডের কাজ সরাইয়া ফেলব।’ সরজমিনে ঘুরে দেখা যায়, চট্টগ্রাম মহানগরীর প্রবেশমুখে সিটি গেট, পাক্কারাস্তার মাথা (বিএসআরএম), ফকিরহাট, বাংলাবাজার, ফৌজদারহাট, বানুবাজার, বিএমএ গেট, ভাটিয়ারী, মাদামবিবির হাট, চেয়াম্যানঘাটা, কদমরসুল, কাশেমগেইট, শীতলপুর, বগুলাবাজার, জোড়আমতল ও কুমিরা রয়েল গেট এলাকায় উপকূলীয় শিপ ব্রেকিং ইয়ার্ডের স্থানীয় ব্যবসায়ীরা মহাসড়কের ঢালাইকৃত ফুটপাথের ওপর বড় বড় লোহার পাত, মেরিন ইঞ্জিন, জাহাজের বিভিন্ন মালামাল সামগ্রী বিক্রি করার জন্য রাস্তার পাশে রেখে দখল করে রেখেছে। পাশাপাশি প্রতিদিনই শতাধিক গাড়ি পার্কিং করে রাখে। অপরদিকে পাক্কা রাস্তার মাথায় বিএসআরএম গেট, বানুবাজার পোর্ট লিংক কন্টেনার ডিপো, মাদামবিবির হাট আবুল খায়ের স্টিল মিলস্, পাক্কামসজিদ এলাকায় কেডিএস কন্টেনার ডিপো, ট্রাক টার্মিনাল ও জোড়াআমতল কেএসআরএম স্টিল মিলস্ এ প্রতিদিন তাদের কারখানার বড় বড় লরি, কন্টেনার ও ট্রাকগুলো রাস্তার পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। যার দরুন মহাসড়কের যানজট তৈরি হয় ও পথচারীদের ফুটপাথ দখল অবস্থায় থাকে। মাদামবিবির হাট এলাকায় অবস্থিত মাধ্যমিক স্কুল, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ প্রায় তিন হাজারের অধিক ছাত্রছাত্রী অধ্যায়নরত। প্রতিনিয়ত তাদের স্কুলে আসা-যাওয়া পথে বিভিন্ন প্রতিষ্ঠানের সড়কজুড়ে মালামাল রেখে চলাচল থেকে ব্যাঘাত ঘটছে। একইভাবে ভাটিয়ারী এলাকায় এ দৃশ্য পরিলক্ষিত হয়। বিগত বছরে উপজেলার নির্বাহীকর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া উপজেলার জোড়ামতল এলাকায় কেএসআরএম কারখানার লরি, কাভার্ডভ্যান ও ট্রাক মহাসড়কের পাশে রাখার দায়ে দশ হাজার জরিমানা করলেও এক সপ্তাহ অতিবাহিত না হতে আবারও পূর্বের ন্যায় তাদের কারখানার গাড়িগুলো এলোমেলোভাবে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখছে। সীতাকুন্ডের বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দুই পাশ দখল করে নিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তার যানজট যতটুকু নিরসন করার যায় আমরা নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছি। অপরদিকে রাস্তার ফুটপাথ দখল নিয়ে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হলেও যা নিরসনে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগকে কোন উদ্বেগ নিতে এ পর্যন্ত দেখিনি।
×