ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে ফাউল খেলেছেন বলে খালেদা জিয়ার সাজা হয়েছে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮

  রাজনীতিতে ফাউল  খেলেছেন বলে খালেদা জিয়ার সাজা হয়েছে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৯ ফেব্রুয়ারি ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, খালেদা জিয়া রাজনীতিতে ফাউল খেলেছেন বলে তার সাজা হয়েছে। খালেদা জিয়ার সামাজিক অবস্থান ও বয়সের বিবেচনায় ৫ বছরের সাজা হলেও হাইকোর্টে আপীল করলে সাজার মেয়াদ ১০ বছরও হতে পারে। দুর্নীতি করলে নিম্ন আদালতের চেয়ে উচ্চ আদালতে আপীলের পরে সাজা বেশি হয়েছে এমন উদাহরণ দেশে অনেক রয়েছে। শুক্রবার সকালে আচমত আলী খান স্টেডিয়ামে মিনি আর্টিফিসিয়াল টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া অরফানেজ স্ট্রাট দুর্নীতি মামলা বর্তমান সরকারের আমলে হয়নি উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলাটি হয়েছে। এ মামলায় বর্তমান সরকারের কোন হাত নেই। আইন নিজস্ব গতিতে চলছে, এ মামলায় বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু আইনগত সহযোগিতা করেছে। খালেদা জিয়া রাজনীতিতে ফাউল খেলেছেন বলে তার পা ভেঙ্গে গেছে। নৌমন্ত্রী আরও বলেন, মানুষকে পুড়িয়ে-পিটিয়ে হত্যা করে কখনই গণতন্ত্র রক্ষা করা যায় না। বাংলার জনগণ খালেদার সঙ্গে নেই। তা-না হলে আদালতে বিএনপি নেত্রীর ৫ বছরের সাজা হয়েছে, খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কেউ নেমে আন্দোলন করছে না। এতেই প্রমাণ হয় জনগণ তার থেকে সরে গেছে। এ সময় এশিয়ান ফুটবল কনফেডারেশনের আর্থিক সহযোগিতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা ফুটবল এ্যাসোসিয়েশনকে দেয়া ‘মিনি আর্টিফিশিয়াল টার্ফ’ উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
×