ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইনী প্রক্রিয়া ও শান্তিপূর্ণ আন্দোলন একই সঙ্গে চলবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

আইনী প্রক্রিয়া ও  শান্তিপূর্ণ আন্দোলন একই সঙ্গে চলবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির দাবিতে উচ্চ আদালতে আইনী প্রক্রিয়ার পাশাপাশি অহিংস-শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিএনপির। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী রবিবার আইনী প্রক্রিয়ার কাজ শুরু করা হবে। আমাদের আইনজীবীরা বলছেন, রবিবার/সোমবারের মধ্যে আমরা এটা প্রসেস করতে পারব। আমাদের নেত্রী নিজেই বলে গেছেন, আমার মুক্তির জন্য, গণতন্ত্রের জন্যে, আসন্ন নির্বাচনের জন্যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হবে অহিংস। সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। খালেদা জিয়া সম্পর্কে সরকারের অপপ্রচার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল জানান, আমাদের দলের চেয়ারপার্সন এদেশের ১৬ কোটি মানুষের নেতা। তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রামের জীবন। তিনি লড়াই করেছেন, উড়ে এসে জুড়ে বসেননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র এনেছেন। এদেশে বহু উন্নয়ন কাজের সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাকে এভাবে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করে এবং তার বিরুদ্ধে এখন যেসব কথা প্রচার করছে সরকার। আমরা এটাতে শুধু লজ্জিত হচ্ছি না। শুধু দুঃখিত হচ্ছি না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করিনি আওয়ামী লীগের মতো একটা পুরাতন রাজনৈতিক দল আরেকজন রাজনৈতিক নেতাকে এভাবে খারাপ অবস্থায় হেয় প্রতিপন্ন করার জন্য হীনপন্থার আশ্রয় নেবে। কারাগারে থাকা খালেদা জিয়ার প্রসঙ্গে দলটির মহাসচিব জানান, পত্র-পত্রিকায় যেটা আমরা দেখেছি, খবর যেটা পেয়েছি তা হচ্ছে উনাকে একটা পুরনো এ্যাবানডেন্ড সেন্ট্রাল জেলের সুপারের ঘরে রাখা হয়েছে। আজকে তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন। তাদের সঙ্গে আমার এখনও কথা হয়নি। ঠিক জানি না। কি বলেছেন উনি। তবে আমরা প্রত্যাশা করছি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেতা, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, তার যেটা প্রাপ্য সেটাই পাওয়া উচিত। এর আগে বিকেলে গুলশান কার্যালয়ে বিদেশী কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধির কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির উপস্থিত ছিলেন।
×