ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার অভিযোগ, নাসিকের ছয় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

নাশকতার অভিযোগ, নাসিকের ছয় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার বন্দরে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বিএনপি সমর্থিত ৬ কাউন্সিলরসহ ৪৮ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক অজয় কুমার পাল বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন ভুঁইয়া, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল ও গ্রেফতারকৃত ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদসহ বিএনপি’র ৪৮ নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৩০-৪০ জন। মামলা দায়েরের বিষয়টি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন। অবশ্য বন্দর থানার ওসি এসএম শাহীন মন্ডল শুক্রবার রাত সাড়ে ৭টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫০ মিনিটে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মদনগঞ্জ-মদনপুর সড়কে রাস্তায় গাছ ফেলে রেখে অরাজকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
×