ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকের বাড়িতে কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ০৫:২৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকের বাড়িতে কঠোর নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ ফেব্রুয়ারি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক ড. আখতারুজ্জামানের রংপুরের কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার গ্রামের বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে গিয়ে দেখা গেছে, বুধবার থেকে ১ এসআইসহ ৪ পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন। খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে বাড়িতে গিয়ে কথা হয় বিচারকের মা মোছাঃ মরিয়ম খাতুনের সঙ্গে। তিনি জানান, আমার সন্তান ন্যায়বিচার করেছে, এ জন্য আমি গর্বিত। আমি তার জন্য দোয়া করি সে যেন আরও বড় কিছু হতে পারে। বিচারকের ছোট ভাই প্রভাষক খায়রুল ইসলাম হেলাল বলেন, তিনি সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। ছাত্রজীবনেও কোনদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারা ৮ ভাইবোন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ১৩তম বিসিএসের মাধ্যমে সহকারী জজ হিসেবে টাঙ্গাইল জেলা জজ আদালতে যোগদান করেন। শহরে তার নিজস্ব কোন বাড়ি নেই। তিনি সরকারী বাসায় পরিবার নিয়ে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই শাহাদৎ হোসেন জানান, বিচারকের বাড়িতে যেন কোন প্রকার নাশকতা না ঘটে সে জন্য আমরা তৎপর।
×