ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনুতপ্ত কোচ কামাল বাবুর ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

অনুতপ্ত কোচ কামাল বাবুর ক্ষমা প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘পৃথিবীর সব মানুষের হয় তো কিছু বদ অভ্যাস থাকে, যা আমার মধ্যেও আছে। পুরো মৌসুমে আমার টিম অনেক খারাপ সময় পার করেছে। কিন্তু কখনও মাঠে ঢুকে রেফারির সঙ্গে বাদানুবাদ করিনি। স্বাধীনতা কাপের সেমিফাইনালে কেন মাঠে ঢুকতে গেলাম, কিছু বুঝলাম না। একেই বোধ হয় নিয়তি বলে। আমার মতো কোচের কাছ থেকে যা কেউ আশা করেন না। এ ব্যবহারের কারণে রেফারি, খেলোয়াড়, খেলার সঙ্গে জড়িত সকলের কাছে আমি অপরাধী। দয়া করে এটাকে বুড়ো বয়সের অপরাধ হিসেবে মাফ করে দেবেন।’ নিজের ফেসবুক ওয়ালে এমনই স্ট্যাটাস দিয়েছেন কামাল বাবু। স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে খেলা চলাকালে রহমতগঞ্জের কোচ কামাল বাবু আইন ভেঙ্গে খেলা চলাকালে ডাগআউট ছেড়ে জোর করে মাঠে ঢুকেন, রেফারির সঙ্গে বিবাদে জড়ান, তেড়ে যান, বিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কেও জড়ান। তবে এত কিছুর পরও বিস্ময়করভাবে তাকে লাল কার্ড দেখাননি রেফারি সুজিত ব্যানার্জি চন্দন। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি মানতে না পেরেই মূলত ডাগআউট থেকে মাঠে ঢুকে যান কামাল বাবু।
×