ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধোনির কীর্তি...

প্রকাশিত: ০৭:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ধোনির কীর্তি...

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন এক কীর্তি গড়লেন মাহেন্দ্র সিং ধোনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিসালের রেকর্ড গড়লেন ভারতের সাবেক এই অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বুধবার তৃতীয় ম্যাচে এইডেন মার্করামকে স্টাম্পিং করে ৫০ ওভারের ফরম্যাটে ৪০০ ডিসমিসাল পূর্ণ করেন ধোনি। ৩১৫ ম্যাচ খেলে চার শ’ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ইনিংসের ১৭তম ওভারে চায়নাম্যান কুলদীপ যাদবের বলে ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করামকে ডিসমিস করেন ধোনি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার দখলে। ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসালের অবিস্মরণীয় কীর্তির গড়েছিলেন তিনি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাডাম গিলক্রিস্ট। তার দখলে ৪৭২ ডিসমিসাল। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের ডিসমিসালের এই সংখ্যাটা ৪২৪। ধোনির পরে অবস্থান করছেন মঈন খান। ২১৯ একদিনের ম্যাচে তার ডিসমিসাল ২৮৭। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান ‘সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ’ বৃহস্পতিবারের খেলায় সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব ২-১ গোলে নারিন্দা জুুনিয়র লায়ন্স ক্লাবকে এবং লালবাগ স্পোর্র্টিং ক্লাব ২-০ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে হারায়।
×