ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী চিকিৎসাসেবা নিয়ন্ত্রণে পৃথক স্বাধীন কমিশন গঠনের দাবি

প্রকাশিত: ০৮:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বেসরকারী চিকিৎসাসেবা নিয়ন্ত্রণে পৃথক স্বাধীন কমিশন গঠনের দাবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের বেসরকারী চিকিৎসাসেবা নিয়ন্ত্রণে পৃথক স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, চিকিৎসাগ্রহীতাকে বিভিন্ন ধাপে কমিশন চালু থাকার কারণে সেবা গ্রহণে অতিরিক্ত ১০ থেকে ৫০ ভাগ পর্যন্ত অতিরিক্ত অর্থ প্রদান করতে হচ্ছে। টিআইবির মতে, কোন আইন না থাকা এবং সরকারের উদাসীনতায় দুর্নীতি ও অনিয়ম রোধে সরকার ব্যর্থ। তাই এই বিষয়ে সরকারকে অতি দ্রুত সঠিক আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে টিআইবি। বুধবার দুপুরে রাজধানীর ধানম-িতে মাইডাস সেন্টারে ‘বেসরকারী চিকিৎসাসেবা : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির এসব তথ্য জানায়। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গবেষণা প্রতিবেদন তৈরি করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার তাসলিমা আক্তার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ জুলকার নাইন। ঢাকার ২৬টি ও ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ের ব্যক্তি মালিকানাধীন ৯০টি নিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক এবং রোগ নির্ণয় কেন্দ্রের ওপর ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়। আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেবা কার্যক্রম, নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। গবেষণায় বেসরকারী চিকিৎসাসেবা বলতে ব্যক্তি মালিকানাধীন নিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক এবং রোগ-নির্ণয় কেন্দ্র প্রদত্ত সেবাকে বোঝানো হয়েছে। এসব সমস্যা উত্তরণে ১৬ দফা সুপারিশ করা হয়।
×