ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট আঁলা বেরসের ঢাকা ত্যাগ

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ফোরামে কাজ করবে সুইজারল্যান্ড

প্রকাশিত: ০৬:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ফোরামে কাজ করবে সুইজারল্যান্ড

কূটনৈতিক রিপোর্টার ॥ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ফোরামে কাজ করবে সুইজারল্যান্ড। এছাড়া রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই আহ্বান জানান। চারদিনের সফর শেষে বুধবার দুপুরে ঢাকা থেকে বিদায় নিয়েছেন সুইস প্রেসিডেন্ট। তবে ঢাকা থেকে বিদায় নেয়ার আগে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গা পরিস্থিতি আমি পর্যবেক্ষণ করেছি। এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ফোরামেও আমরা (সুইজারল্যান্ড) যুক্ত থাকব। আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার বিষয়ে জোর দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুম ও ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে রোহিঙ্গাদের আশ্রয়স্থল নিরাপদ করা জরুরী। তাদের ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত না হলে বর্ষা মৌসুমে তারা বিপদে পড়তে পারেন। সে কারণে এখন থেকেই এ বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন। আঁলা বেরসে বলেন, আমি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানেও প্রাকৃতিক ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করেন। সুইস প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে সুইজারল্যান্ড। একই সঙ্গে এই সঙ্কটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও আমরা যুক্ত রয়েছি। এক প্রশ্নের উত্তরে সুইস প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন প্রয়োজন বলে আমরা মনে করি। এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি করেছে। এটা উভয় দেশের জন্যই ইতিবাচক পদক্ষেপ বলে জানান তিনি। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় ১২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (প্রায় ১০৮ কোটি টাকা) অনুদানের ঘোষণা আমরা দিয়েছি। রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ড এর আগেও ৮০ লাখ ফ্রাঙ্ক দিয়েছে বলেও জানান সুইস প্রেসিডেন্ট। চারদিনের সরকারী সফর শেষে গতকাল দুপুরে ঢাকা থেকে বিদায় নেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। গত রবিবার দুপুরে বাংলাদেশ এসেছিলেন সুইস প্রেসিডেন্ট। সফরকালে তিনি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করেন। এছাড়া সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি যোগ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের দেওয়া নৈশভোজে। কোন সুইস প্রেসিডেন্টের এটিই ছিল বাংলাদেশে প্রথম সফর। সফরকালে আঁলা বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ধানম-িতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার প্রেসিডেন্ট বেরসে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখেন। তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে। সফরকালে তিনি বাংলাদেশ-সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যান। বাংলাদেশ সফর শেষের আগে রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রায় ১০৮ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সুইস প্রেসিডেন্ট।
×