ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাসিক কাউন্সিলরকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮

নাসিক কাউন্সিলরকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মহানগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে প্রধান আসামি করে পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি নেতা হারুন অর রশিদ, পল্টু, মিলন ও শাহিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন। পুলিশ মামলার এজাহারে উল্লেখ করে, মঙ্গলবার রাত ১১টায় ফতুল্লার কাশিপুর সম্রাট হল সংলগ্ন এলাকায় মহানগর যুবদলের আহ্বায়ক খোরশেদের নেতৃত্বে ৮ফেব্রুয়ারি মামলার রায় বানচাল করার জন্য ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। এমন সংবাদে ফতুল্লা থানা পুলিশের দুটি টিম অভিযান চালাতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে গলেও দৌড়ে চারজনকে আটক করে পুলিশ। ফতুল্লা মডেল থানার এস আই শাফিউল আলম জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বিএনপির ৪ নেতাকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ১০টি লোহার রড, ১১টি বাঁশের লাঠি, এক বস্তা ইটের খোয়া (ঢিল) উদ্ধার করে।
×