ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় ইভটিজিং রোধে ডিএমপির বিশেষ টিম

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮

গ্রন্থমেলায় ইভটিজিং রোধে ডিএমপির বিশেষ টিম

স্টাফ রিপোর্টার ॥ বখাটেদের নিয়ন্ত্রণ করতে অমর একুশে গ্রন্থমেলায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইভটিজিংবিরোধী বিশেষ টিম। মেলা শুরুর দিন থেকে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে কাজ করছে পুলিশের এই টিম। ডিএমপি’র সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিতে সমগ্র গ্রন্থমেলা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কন্ট্রোল রুম থেকে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর বাইরেও গ্রন্থমেলায় স্ট্যান্ডবাই ডিউটিতে রাখা হয়েছে ডিএমপি’র স্পেশাল ইউনিট সোয়াট, বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড। পাশাপাশি গ্রন্থমেলা ঘিরে রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। যেখান থেকে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দুরবিন দিয়ে দর্শনার্থীদের গতিবিধি লক্ষ রাখেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মেলার শুরু থেকেই অন্যান্য বছরের মত এ বছরও আনন্দঘন গ্রন্থমেলা উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিñিদ্র ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রন্থমেলায় আসা সাধারণ দর্শনার্থীর পাশাপাশি বখাটে লোকজনেরও আনাগোনা থাকে। যারা সুযোগ বুঝে নারীদের ইভটিজিং করে। যেখানে লোকজনের সমাগম বেশি হয় সেখানে এসব বখাটেদের উপস্থিতিও বেশি থাকে। এদের নিয়ন্ত্রণ করতে গ্রন্থমেলায় কাজ করছে পুলিশের এই টিম। মেলাপ্রাঙ্গণে কেউ বা কারও পরিচিত কেউ এমন সমস্যার সম্মুখীন হলে গ্রন্থমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য দুটি মোবাইল নম্বর দেয়া হয়েছে। বাংলা একাডেমি এলাকার পুলিশ কন্ট্রোলরুম- ০১৭১৮-৭১১৮৭৫ এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম-০১৭৪২-১৬০০৩২।
×