ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে

প্রকাশিত: ০৭:১৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে

সংসদ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশ থেকে চিকিৎসার জন্য কিছু রোগী বিদেশে চলে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, এ প্রবণতা রোধকল্পে আমাদের দেশে উপজেলা হাসপাতাল থেকে শুরু করে জেলা এবং তদুর্ধ পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালকে আধুনিকায়ন করা হচ্ছে। উক্ত হাসপাতাল সমূহে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সরকার দলীয় অপর সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ ডাক্তার তৈরি করার জন্য সরকার প্রতি জেলায় অন্তত একটি মেডিক্যাল কলেজ এবং প্রতি বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে ৩১টি সরকারী মেডিক্যাল কলেজের মাধ্যমে প্রতি বছর ৩ হাজার ১৮৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা সম্ভব যা প্রয়োজনের তুলনায় কম। তিনি জানান, সরকার মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে সরকারী মেডিক্যাল কলেজের পাশাপাশি বেসরকারী মেডিক্যাল কলেজও অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে বেসরকারী পর্যায়ে মোট ৭৫টি মেডিক্যাল কলেজ (সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টিসহ) রয়েছে, যার মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৬০টি। প্রতিযোগিতার মধ্যে কিছু কিছু মেডিক্যাল কলেজ মান অর্জনে এখনও পুরোপুরি সক্ষমতা অর্জন করতে না পারায় মন্ত্রণালয়ের মনিটরিং টিমের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে নির্ধারিত মান অর্জনে ব্যর্থ মেডিক্যাল কলেজগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে।
×