ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিতর্কিত রেফারিংয়ে জয়বঞ্চিত লিভারপুল

প্রকাশিত: ০৬:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বিতর্কিত রেফারিংয়ে জয়বঞ্চিত লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বিতর্কে ঠাসা ম্যাচে লিভারপুলের বিপক্ষে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে এ্যানফিল্ডে অনুষ্ঠিত দু’দলের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে প্রিমিয়ার লীগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন টটেনহ্যাম তারকা হ্যারি কেন। বর্তমানে ২৬ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে চেলসি। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯। ১৩ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ভুলে টটেনহ্যামের শুরুটা হয় চরম বাজে। তৃতীয় মিনিটে লিভারপুলের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের ডি বক্সে বল ঠেলে দেন এরিক ডিয়ের। ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। এই গোলেই ম্যাচ শেষ হতে যাচ্ছিল। কিন্তু শেষ দশ মিনিটে চরম নাটকীয়তা হয়। ৮০ মিনিটে ভিক্টর ওয়ানিয়ামার দারুণে গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ক্রিশ্চিয়ান এরিকসেনের ক্রস গোলরক্ষক পাঞ্চ করার পর ফিরতি বল ডি বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন আগের মিনিটেই বদলি মানা কেনিয়ার মিডফিল্ডার। সাত মিনিট পর হ্যারি কেনকে জার্মান গোলরক্ষক লোরিস কারিউস ফেলে দিলে পেনাল্টি পায় টটেনহ্যাম। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, কেন অফসাইড ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেই ডাইভ দিয়ে পড়ে যান। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন কেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহর একক নৈপুণ্যে ফের এগিয়ে যায় লিভারপুল। ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে আরেক জনকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। গত জুনে রোমা থেকে লিভারপুলের রেকর্ড ট্রন্সফার ফিতে আসা মিসরের ফরোয়ার্ড সালাহ এই নিয়ে প্রিমিয়ার লীগে ২১ গোল করলেন। যোগ করা সময়ের শেষ মিনিটে (৯৫ মিনিট) আবারও পেনাল্টি পায় টটেনহ্যাম। এবার আর ব্যর্থ হননি কেন। এবারের লীগে ব্যক্তিগত ২২তম গোল করে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন ইংলিশ তারকা। এই গোল করেই তিনি প্রিমিয়ার লীগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। তবে ইনজুরি টাইমে রেফারির পেনাল্টি দেয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। ওই সিদ্ধান্তটিকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন তিনি। ম্যাচ শেষে ক্লপ বলেন, আমার এখন মনে হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় জরিমানাটি শোধ করলাম। যখন আপনি শতভাগ বিজয়ীর নিশ্চয়তা পেয়ে গেছেন তখনই ম্যাচের ৯৩ মিনিটে বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। তিনি আরও বলেন, প্রথম পেনাল্টির সময়েই পরিষ্কার অফসাইডে ছিলেন কেন। টটেনহ্যামের খেলোয়াড় যখন আক্রমণে যায় তখন তার সহায়তায় এগিয়ে আসা কেন ছিলেন অফসাইডে। অফসাইডে থাকা খেলোয়াড়কে অফসাইডে ফেলে দেয়াটা ডিফেন্ডারদের একটি ভাল কৌশল। এদিকে দলকে দুটি পেনাল্টি শটের সুযোগ দেয়ায় কর্তব্যরত রেফারিদের ধন্যবাদ জানিয়েছেন টটেনহ্যাম কোচ মরিসিও পচেট্টিনো। তিনি বলেন, দারুণ নৈতিক মনোবলের প্রতিফলন ঘটানোর জন্য আমি তাদের (রেফারি ও সহকারী রেফারি) অভিনন্দন জানাচ্ছি। যখন তারা সঠিক সিদ্ধান্তে থাকে এবং নিজেদের অবস্থানকে সমন্নুত রাখে তখন তাদের অবশ্যই অভিনন্দন জানানো উচিত। কারণ এটি ধরে রাখাটা তাদের জন্য বেশ কঠিন। তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
×