ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাধিক স্বর্ণজয়ের প্রত্যাশা সাঁতারে

প্রকাশিত: ০৬:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

একাধিক স্বর্ণজয়ের প্রত্যাশা সাঁতারে

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ এসএ গেমসে সাঁতারে আগের চেয়ে বেশি স্বর্ণজয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রতিভা অন্বেষণ কর্মসূচী থেকে আসা সাঁতারুদের পারফর্মেন্সে আশাবাদী ফেডারেশন। এরই মধ্যে কয়েকজন সাঁতারু ভেঙেছেন জাতীয় রেকর্ড। সারাদেশ থেকে বাছাই করে ১২০ সাঁতারু নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করে সাঁতার ফেডারেশন। সেখান থেকে ৬০ সাঁতারু এখন অনুশীলনে ব্যস্ত। দুই বেলা অনুশীলনে এই সাঁতারুরা নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছেন প্রতিদিন। এক বছর অনুশীলনের পর এই ৬০ জনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ফেডারেশন। প্রতি এসএ গেমসে সাঁতারে স্বর্ণ পেয়ে থাকে বাংলাদেশ। আগামী বছর নেপালে পরবর্তী আসরে নিজেদের সব রেকর্ড ভাঙতে চান সাঁতারুরা। স্বর্ণপদকের সংখ্যা আগের চেয়ে বাড়বে বলেও বিশ্বাস তাদের। শুধু সাঁতার অনুশীলনই নয়। নিয়মমাফিক খাদ্যাভাস এবং পড়াশুনাতেও সমান নজর দিচ্ছে ফেডারেশন। এতে সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। খাবারে প্রতিদিন প্রায় চার হাজার কিলোক্যালরি গ্রহণ করে সাঁতারুরা। নৌবাহিনী স্কুলে ভর্তি করানো হয়েছে তাদের। রাখা হয়েছে গৃহশিক্ষকও। কয়েকজনের পারফর্মেন্স বিচার করে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ করে দিয়েছে ফেডারেশন। পরিকল্পনা অনুযায়ী আরও দুই বছর এই ক্যাম্প পরিচালনা করতে পারলে আগামী দশ বছর দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণপদকের প্রত্যাশা কর্মকর্তাদের।
×