ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে কলেজ উপাধ্যক্ষকে অব্যাহতি

প্রকাশিত: ০৩:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে কলেজ উপাধ্যক্ষকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ ফেব্রুয়ারি ॥ একই সঙ্গে সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে বহাল থেকে সরকারী অংশের বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ সুরুজ্জামানকে তার উপাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কলেজটির অধ্যক্ষ ৩০ জানুয়ারি এক পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দিয়েছেন। তার বিরুদ্ধে কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সহকারী অধ্যাপকের পদ থেকে পদত্যাগের আদেশ উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের কারিগরি শাখার সহকারী অধ্যাপক (কম্পিউটার অপারেশন) পদ থেকে পদোন্নতি নিয়ে মোঃ সুরুজ্জামান ২০১৬ সালের ৩১ মার্চ একই কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। কিন্তু তিনি তার পূর্বের সহকারী অধ্যাপকের পদ থকে পদত্যাগ করেননি। না করে দুই পদেই বেতন-ভাতা তুলে আসছেন। ২০১৭ সালের ১১ জুলাই তারিখে অনুষ্ঠিত কলেজ পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি প্রণীত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারী অংশ প্রদান ও জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকার ১১ ও ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক মোঃ সুরুজ্জামানকে তার পূর্বের সহকারী অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করার জন্য পত্র দিয়েছিল। কিন্তু ওই পত্রের আদেশ উপেক্ষা করে পদত্যাগ না করে তিনি দুই পদেই সরকারী অংশের বেতন-ভাতাসহ কলেজের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। পরবর্তীতে গত বছরের ২১ অক্টোবর কলেজ পরিচালনা পরিষদের আরেক সভায় পুনরায় তাকে সহকারী অধ্যাপকের পদ থেকে পদত্যাগ না করলে তাকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়।
×