ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেন ‘চেজ মাস্টার’ কোহলি?

প্রকাশিত: ০৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

কেন ‘চেজ মাস্টার’ কোহলি?

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি ব্যাট হাতে রান করতে ভালবাসেন। বোলারদের মনোবল দুমড়ে মুচড়ে দিয়ে একের পর এক সেঞ্চুরি হাঁকাতেই তার আনন্দ। ভারত অধিনায়ক আরও বেশি ভালবাসেন প্রতিপক্ষের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ টপকে জয়ের ক্ষেত্রে রানের রেকর্ড গড়তে। এই বয়সেই কেন তাকে ইতিহাসের সেরা ‘চেজ মাস্টার’ বলা হয় সেটি আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৯ রান চেজ করতে গিয়ে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। ১১২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। রান তাড়ায় এটি তার ২০তম সেঞ্চুরি, যেখানে ১৮ বারই দল জিতেছেÑ উভয় ক্ষেত্রেই যা বিশ্বরেকর্ড। পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ডে ১১তম সেঞ্চুরিতে ছুঁয়েছেন সৌরভ গাঙ্গুলীকে। কোহলিময় ম্যাচে ম্লান প্রোটিয়া সেনাপতি ফ্যাফ ডুপ্লেসিসের দুর্র্দান্ত ১২০ রানের ইনিংস। রবিবার সেঞ্চুরিয়নে ছয় ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে ইতিহাসে রান তাড়া করতে নেমে কোহলির সেঞ্চুরি সংখ্যাই সবচেয়ে বেশি (২০টি)। এর মধ্যে তার ১৮ সেঞ্চুরিতে ভারত জিতেছে। ডারবানে জয়ের সুবাস পেয়ে তাই বোধ হয় নিজের জার্সি নম্বর ‘১৮’ দেখিয়ে সেঞ্চুরি উদ?যাপন করেছেন আধুনিক সময়ের ব্যাটিং-বিস্ময়। যেখানে ২০৩ ওয়ানডেতে এটি তার ৩৩তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে বিরল এক ‘সেট’ পূর্ণ করলেন ভারত অধিনায়ক। ওয়ানডেতে এর আগে আটটি দেশে (প্রতিপক্ষের মাটিতে) সেঞ্চুরি ছিল কোহলির। দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম সেঞ্চুরিটি দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকর ও সনথ জয়সুরিয়ার রেকর্ড। ওয়ানডেতে আইসিসির নয়টি পূর্ণ সদস্য দেশের মাটিতে সেঞ্চুরি করেছিলেন শুধু শচীন ও জয়সুরিয়া। শচীন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি পাননি। আরেক সাবেক গ্রেট জয়সুরিয়াকে বঞ্চিত করেছিল জিম্বাবুয়ে। কোহলির কিন্তু এ দুই কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে। কারণ ভারতীয় অধিনায়ক এখনও পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ পাননি। সুযোগ পেলে শচীন ও জয়সুরিয়াকে যে টপকে যাবেন তার দুর্দান্ত ফর্ম সেই কথাই বলে। বৃহস্পতিবার ডারবানের তিন অঙ্ক দিয়ে ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীর গড়া সর্বোচ্চ ১১ সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন কোহলি। আশ্চর্যের ব্যাপার হলো অধিনায়ক হিসেবে ১১ সেঞ্চুরি করতে সৌরভের যেখানে খেলতে হয়েছে ১৪২ ইনিংস, সেই একই মাইলফলক ছুঁতে কোহলির লাগল মাত্র ৪১ ইনিংস। অধিনায়ক হিসেবে ৪৪ ওয়ানডেতে এ পর্যন্ত ৩৪টি জয়ের মুখ দেখেছেন কোহলি। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচজয়ী (১৬৫) রিকি পন্টিং তিনিও তার প্রথম ৪৪ ম্যাচেও ৩৪ জয়ের মুখ দেখেছিলেন। এ ছাড়াও অবসরে যাননি এমন ক্রিকেটারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে কোহলি ও হাশিম আমলার সেঞ্চুরি সংখ্যাই সর্বোচ্চ ৫৪। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে কোহালি বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছিলাম টেস্টের ছন্দটা ওয়ানডে সিরিজে ধরে রাখতে।
×