ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে বিআরটিসির নতুন বাস সার্ভিস

প্রকাশিত: ০৬:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে বিআরটিসির নতুন বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার ॥ উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক রুটে বিআরটিসির নতুন বাস সার্ভিস চালু হয়েছে। পাঁচ রুটে সপ্তাহে তিনদিন যাবে এসব বাস। ‘শ্যামলী-এনআর ট্রাভেলস’ নামে চালু হওয়া এসব বাসে যাত্রীরা পাবেন আগের চেয়ে উন্নত ও আধুনিক সেবা। ভাড়াও রয়েছে আগের মতোই। শুক্রবার রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব এহছানে এলাহী, এনআর ট্রাভেলস’র চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষ প্রমুখ। বাসগুলো চলবে ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং গৌহাটি-ঢাকা ও ঢাকা-আগরতলা-ঢাকা রুটে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টেন্ডারের মাধ্যমে প্রথম চারটি রুট এনআর ট্রাভেলস ও ৫নং রুটটি রয়েল কোচ সার্ভিস বিআরটিসির পক্ষে অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছে। সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টা ও রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ভারতের উদ্দেশে বাসগুলো ছেড়ে যাবে। শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে কলকাতা থেকে ছেড়ে আসবে এসব বাস। সকাল সাড়ে ৭টায় বেলুন উড়িয়ে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। পরে একে একে ৩টি বাসই বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল ছেড়ে যায়।
×