ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রিঙ্কু নিহত

প্রকাশিত: ০৪:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রিঙ্কু নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ২১ মামলার পলাতক আসামী রিঙ্কু (২৪) নিহত হয়েছে। এতে এসআই সঞ্জয় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি এএসআই নূর হোসেন ও এএসআই সোহেল আহত হয়েছে। সঞ্জয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকি দু’পুলিশ কর্মকর্তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দুর্গম এলাকা শিলই ইউপির পার্শ্ববর্তী বাংলাবাজারের চরবেহেরপাড়ায় এ ঘটনা ঘটে। রিঙ্কুর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সদর থানার ওসি মোঃ আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রিঙ্কুকে গ্রেফতার করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিঙ্কু পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রিঙ্কুর ছোড়া গুলি এসআই সঞ্জয়ের পায়ে বিদ্ধ হয়। পুলিশের অন্য সদস্যরা পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে রিঙ্কু নিহত হয়। পরে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, এসআই সঞ্জয়ের পায়ে গুলি লেগেছে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। রিঙ্কু ছিল এলাকার ত্রাস।
×